ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

দিল্লি সফরে দ্বিপাক্ষিক বাণিজ্য উন্নয়নের প্রত্যাশা

  • আপডেট সময় : ০২:২১:২৪ অপরাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২
  • ১৩৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে চার দিনের সফরে ভারত গেছেন এফবিসিসিআই’র নেতৃত্বাধীন উচ্চ পর্যায়ের বাণিজ্য প্রতিনিধি দল। গতকাল সোমবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভারতের উদ্দেশে যাত্রা করেন ব্যবসায়ী নেতারা। বাণিজ্য প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন। এ সময় এফবিসিসিআইর ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন সহ-সভাপতি মো. আমিন হেলালী। সফরে আজ ৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকেলে ফেডারেশন অব ইন্ডিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র (ফিকি) সঙ্গে ‘নিউ হরিজনস অব ইন্ডিয়া বাংলাদেশ ইকোনমিক রিলেশন’ শীর্ষক সভায় অংশ নেবে এফবিসিসিআই প্রতিনিধি দল।
আগামীকাল ৭ সেপ্টেম্বর (বুধবার) সকালে এফবিসিসিআই ও কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি’র (সিআইআই) মধ্যে সভা অনুষ্ঠিত হবে। ঐদিন সন্ধ্যায় অ্যাসোচেম আয়োজিত ইন্ডিয়া-বাংলাদেশ বিজনেস ফোরামে অংশ নেবে এফবিসিসিআই। এ ছাড়া ৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যায় ঢাকার উদ্দেশে ভারত ছাড়ার কথা রয়েছে মো. জসিম উদ্দিনের নেতৃত্বে বাণিজ্য প্রতিনিধি দলের।
ভারত সফরে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক উন্নয়নের প্রত্যাশা ব্যক্ত করেছেন এফবিসিসিআই’র ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্বে থাকা সহ-সভাপতি মো. আমিন হেলালী। এফবিসিসিআই’র ৬২ সদস্যর বাণিজ্য প্রতিনিধিদলে আছেন সংগঠনটির সাবেক সভাপতি মো. শফিউল ইসলাম (মহিউদ্দিন), আবদুল মাতলুব আহমেদ, সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সহ-সভাপতি এম এ রাজ্জাক খান রাজ, সাবেক পরিচালক সেলিমা আহমেদ, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, এফবিসিসিআই’র পরিচালক খান আহমেদ শুভ, মাহবুবুল আলম, মো. সাইফুল ইসলাম, মো. জামাল উদ্দিন, দিলীপ কুমার আগারওয়ালা, মো. আনোয়ার সাদাত সরকার, এমজিআর নাসির মজুমদার, বিজয় কুমার কেজরিওয়াল, মো. ইকবাল শাহরিয়ার, মো. আলী হোসেন শিশির সিআইপি, আমজাদ হুসেইন, তাবারাকুল তোসাদ্দেক হোসেন খান (টিটো), ড. কাজী এরতেজা হাসান সিআইপি, শমী কায়সার, সৈয়দ সাদাত আলমাস কবীর, ড. যশোদা জীবন দেবনাথ, প্রীতি চক্রবর্তী, মোহাম্মদ মাহবুবুর রহমান পাটোয়ারী, মো. ইকবাল হোসেন চৌধুরী, নাজ ফারহানা আহমেদ, বিজেএমইএ’র সভাপতি ফারুক হাসান, বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম, বিল্ড’র চেয়ারপারসন নিহাদ কবির, এফবিসিসিআই’র সাবেক পরিচালক প্রবীর কুমার সাহা, খন্দকার মসিউজ্জামানসহ (রোমেল) বিভিন্ন খাতের ব্যবসায়ী।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

পদত্যাগ করবেন উপদেষ্টা আসিফ, ঢাকা থেকেই নির্বাচনের ঘোষণা

দিল্লি সফরে দ্বিপাক্ষিক বাণিজ্য উন্নয়নের প্রত্যাশা

আপডেট সময় : ০২:২১:২৪ অপরাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক : দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে চার দিনের সফরে ভারত গেছেন এফবিসিসিআই’র নেতৃত্বাধীন উচ্চ পর্যায়ের বাণিজ্য প্রতিনিধি দল। গতকাল সোমবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভারতের উদ্দেশে যাত্রা করেন ব্যবসায়ী নেতারা। বাণিজ্য প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন। এ সময় এফবিসিসিআইর ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন সহ-সভাপতি মো. আমিন হেলালী। সফরে আজ ৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকেলে ফেডারেশন অব ইন্ডিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র (ফিকি) সঙ্গে ‘নিউ হরিজনস অব ইন্ডিয়া বাংলাদেশ ইকোনমিক রিলেশন’ শীর্ষক সভায় অংশ নেবে এফবিসিসিআই প্রতিনিধি দল।
আগামীকাল ৭ সেপ্টেম্বর (বুধবার) সকালে এফবিসিসিআই ও কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি’র (সিআইআই) মধ্যে সভা অনুষ্ঠিত হবে। ঐদিন সন্ধ্যায় অ্যাসোচেম আয়োজিত ইন্ডিয়া-বাংলাদেশ বিজনেস ফোরামে অংশ নেবে এফবিসিসিআই। এ ছাড়া ৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যায় ঢাকার উদ্দেশে ভারত ছাড়ার কথা রয়েছে মো. জসিম উদ্দিনের নেতৃত্বে বাণিজ্য প্রতিনিধি দলের।
ভারত সফরে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক উন্নয়নের প্রত্যাশা ব্যক্ত করেছেন এফবিসিসিআই’র ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্বে থাকা সহ-সভাপতি মো. আমিন হেলালী। এফবিসিসিআই’র ৬২ সদস্যর বাণিজ্য প্রতিনিধিদলে আছেন সংগঠনটির সাবেক সভাপতি মো. শফিউল ইসলাম (মহিউদ্দিন), আবদুল মাতলুব আহমেদ, সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সহ-সভাপতি এম এ রাজ্জাক খান রাজ, সাবেক পরিচালক সেলিমা আহমেদ, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, এফবিসিসিআই’র পরিচালক খান আহমেদ শুভ, মাহবুবুল আলম, মো. সাইফুল ইসলাম, মো. জামাল উদ্দিন, দিলীপ কুমার আগারওয়ালা, মো. আনোয়ার সাদাত সরকার, এমজিআর নাসির মজুমদার, বিজয় কুমার কেজরিওয়াল, মো. ইকবাল শাহরিয়ার, মো. আলী হোসেন শিশির সিআইপি, আমজাদ হুসেইন, তাবারাকুল তোসাদ্দেক হোসেন খান (টিটো), ড. কাজী এরতেজা হাসান সিআইপি, শমী কায়সার, সৈয়দ সাদাত আলমাস কবীর, ড. যশোদা জীবন দেবনাথ, প্রীতি চক্রবর্তী, মোহাম্মদ মাহবুবুর রহমান পাটোয়ারী, মো. ইকবাল হোসেন চৌধুরী, নাজ ফারহানা আহমেদ, বিজেএমইএ’র সভাপতি ফারুক হাসান, বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম, বিল্ড’র চেয়ারপারসন নিহাদ কবির, এফবিসিসিআই’র সাবেক পরিচালক প্রবীর কুমার সাহা, খন্দকার মসিউজ্জামানসহ (রোমেল) বিভিন্ন খাতের ব্যবসায়ী।