ময়মনসিংহ সংবাদদাতা : সব শ্রেণি পেশার মানুষকে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) বাস্তবায়িত একটি নগর মাতৃসদন এবং তিনটি স্বাস্থ্যসেবা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১১টার দিকে সিটি করপোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ময়মনসিংহ নগরীর ব্রাহ্মপল্লীতে মাতৃসদন এবং সানকিপাড়া জামতলা, শম্ভুগঞ্জ ও খাগডহরে স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো অবস্থিত। এ স্বাস্থ্যসেবা কেন্দ্রসমূহ পরিচালনা ও বাস্তবায়ন করবে ময়মনসিংহ সিটি করপোরেশন। ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু বলেন, তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ কেন্দ্রসমূহ।
জনপ্রিয় সংবাদ