ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

স্বপ্ন নিয়ে নেপাল পৌঁছেছে সাবিনা-কৃষ্ণারা

  • আপডেট সময় : ০২:২৮:২৪ অপরাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২
  • ৮৯ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে ভালো কিছু পাওয়ার স্বপ্ন নিয়ে নেপাল পৌঁছেছে বাংলাদেশ জাতীয় দল। খেলোয়াড়, কোচ, কর্মকর্তা সবাই সুস্থ আছে। রোববার থেকে দল মাঠের অনুশীলন শুরু করবে বলে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী মঙ্গলবার নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে শুরু হবে মেয়েদের সাফের ষষ্ঠ আসর। গ্রুপ পর্বে বাংলাদেশ প্রথম ম্যাচে ৭ সেপ্টেম্বর মুখোমুখি হবে মালদ্বীপের। ‘এ’ গ্রুপে বাংলাদেশের অপর দুই প্রতিপক্ষ পাঁচবারের চ্যাম্পিয়ন ভারত ও পাকিস্তান। ১০ সেপ্টেম্বর পাকিস্তান ও ১৩ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে খেলবে গোলাম রব্বানী ছোটনের দল। কাঠমান্ডুর দা সলটি হোটেলে উঠেছেন সাবিনা খাতুন-কৃষ্ণা রানী সরকাররা। রোববার বিকালে কাঠমুন্ডুর আর্মি হেডকোয়ার্টার মাঠে অনুশীলন শুরু করবেন তারা। সাত দল নিয়ে হতে যাওয়া এবারের আসরে ‘বি’ গ্রুপের তিন দল নেপাল, ভূটান ও শ্রীলঙ্কা। স্বাগতিক নেপাল এই প্রতিযোগিতার চারবারের রানার্সআপ। ২০১৬ সালে একবারই ফাইনাল খেলেছিল বাংলাদেশ, সেবার শিলিগুঁড়ির আসরে ভারতের কাছে ৩-১ গোলে হেরে রানার্সআপ হয়েছিল ছোটনের দল। শিলিগুঁড়ির ওই আসরেও গ্রুপ পর্বে ভারতকে পেয়েছিল বাংলাদেশ। সাবিনা-কৃষ্ণারা স্বাগতিকদের গোলশূন্য ড্রয়ে রুখে দিয়েছিল। কিন্তু ফাইনালে দারুণ লড়াই করলেও শেষ পর্যন্ত হারের বিষাদ হয়েছিল সঙ্গী। ২০১৯ সালে নেপালের বিরাট নগরে হওয়া সবশেষ আসরে গ্রুপ রানার্সআপ হয়ে সেমি-ফাইনালে উঠেছিল বাংলাদেশ। ফাইনালে ওঠার লড়াইয়ে ভারতের বিপক্ষে হেরেছিল ৪-০ গোলে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বার্ন ইউনিটে ৩৩ জন ভর্তি, ৩ জনের অবস্থা সংকটাপন্ন

স্বপ্ন নিয়ে নেপাল পৌঁছেছে সাবিনা-কৃষ্ণারা

আপডেট সময় : ০২:২৮:২৪ অপরাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২

ক্রীড়া ডেস্ক : মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে ভালো কিছু পাওয়ার স্বপ্ন নিয়ে নেপাল পৌঁছেছে বাংলাদেশ জাতীয় দল। খেলোয়াড়, কোচ, কর্মকর্তা সবাই সুস্থ আছে। রোববার থেকে দল মাঠের অনুশীলন শুরু করবে বলে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী মঙ্গলবার নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে শুরু হবে মেয়েদের সাফের ষষ্ঠ আসর। গ্রুপ পর্বে বাংলাদেশ প্রথম ম্যাচে ৭ সেপ্টেম্বর মুখোমুখি হবে মালদ্বীপের। ‘এ’ গ্রুপে বাংলাদেশের অপর দুই প্রতিপক্ষ পাঁচবারের চ্যাম্পিয়ন ভারত ও পাকিস্তান। ১০ সেপ্টেম্বর পাকিস্তান ও ১৩ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে খেলবে গোলাম রব্বানী ছোটনের দল। কাঠমান্ডুর দা সলটি হোটেলে উঠেছেন সাবিনা খাতুন-কৃষ্ণা রানী সরকাররা। রোববার বিকালে কাঠমুন্ডুর আর্মি হেডকোয়ার্টার মাঠে অনুশীলন শুরু করবেন তারা। সাত দল নিয়ে হতে যাওয়া এবারের আসরে ‘বি’ গ্রুপের তিন দল নেপাল, ভূটান ও শ্রীলঙ্কা। স্বাগতিক নেপাল এই প্রতিযোগিতার চারবারের রানার্সআপ। ২০১৬ সালে একবারই ফাইনাল খেলেছিল বাংলাদেশ, সেবার শিলিগুঁড়ির আসরে ভারতের কাছে ৩-১ গোলে হেরে রানার্সআপ হয়েছিল ছোটনের দল। শিলিগুঁড়ির ওই আসরেও গ্রুপ পর্বে ভারতকে পেয়েছিল বাংলাদেশ। সাবিনা-কৃষ্ণারা স্বাগতিকদের গোলশূন্য ড্রয়ে রুখে দিয়েছিল। কিন্তু ফাইনালে দারুণ লড়াই করলেও শেষ পর্যন্ত হারের বিষাদ হয়েছিল সঙ্গী। ২০১৯ সালে নেপালের বিরাট নগরে হওয়া সবশেষ আসরে গ্রুপ রানার্সআপ হয়ে সেমি-ফাইনালে উঠেছিল বাংলাদেশ। ফাইনালে ওঠার লড়াইয়ে ভারতের বিপক্ষে হেরেছিল ৪-০ গোলে।