আল জাজিরা : মেক্সিকোর রিও গ্র্যান্ডে নদী পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে টেক্সাসে যাওয়ার চেষ্টাকালে কমপক্ষে আট জন মারা গেছেন। এই ঘটনায় ৩৭ জনকে উদ্ধার করা হয়েছে।
গতকাল শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। শুক্রবার ( ২ সেপ্টেম্বর) একটি বিবৃতিতে যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশন বিভাগের পক্ষ থেকে জানানো হয়, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ছয় জনের মরদেহ উদ্ধার করেছে। আর মেক্সিকান কর্মকর্তারা দুজনের মরদেহ উদ্ধার করেছে। ভারী বৃষ্টির কারণে স্রোত বাড়ায় রিও গ্র্যান্ডে নদী পার হওয়ার চেষ্টা চালায় দলটি।
মার্কিন ও মেক্সিকান কর্মকর্তারা বৃহস্পতিবার এই ঘটনাটির খবর জানতে পারেন। যুক্তরাষ্ট্রের বর্ডার অ্যাজেন্সির পক্ষ থেকে জানানো হয়, নদী থেকে ৩৭ জনকে উদ্ধার করা হয়েছে। আরও ১৬ জনকে আটক করা হয়েছে। এদিএক মেক্সিকোতেও ৩৯ জনকে আটক করা হয়েছে।
মার্কিন কর্মকর্তারা জানান, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী সীমান্তে তল্লাশি অব্যাহত রেখেছে। নিহত ও উদ্ধার হওয়া ব্যক্তিরা কোন দেশের তা নিয়ে বিস্তারিত কিছু বলা হয়নি।
নদী পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্র যাওয়ার চেষ্টা, নিহত ৮
জনপ্রিয় সংবাদ

























