ক্রীড়া ডেস্ক : এইতো কদিন আগে যেখানে গোল উৎসবে মেতেছিল লিভারপুল, সেই অ্যানফিল্ডে এবার তারা পড়ে হারের শঙ্কায়। সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়াল দলটি। পথ দেখালেন রবের্তো ফিরমিনো। আর একেবারে শেষ মুহূর্তে ফাবিও কারবাইয়োর গোলে উল্লাসে ফেটে পড়ল শিরোপাপ্রত্যাশীরা। ইংলিশ প্রিমিয়ার লিগে বুধবার রাতে নিজেদের মাঠে ২-১ গোলে জিতেছে লিভারপুল। প্রথমার্ধে আলেক্সান্দার ইসাক নিউক্যাসলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে সমতা ফেরান ফিরমিনো। শেষের বাঁশি বাজার আগ মুহূর্তে ম্যাচের ভাগ্য গড়ে দেন কারবাইয়ো। দুই ড্র ও এক হারের পর আগের ম্যাচে এফসি বোর্নমাউথকে ৯-০ গোলে গুঁড়িয়ে দিয়ে প্রথম জয়ের স্বাদ পেয়েছিল লিভারপুল। এবার কষ্টে জয়ের ধারায় থাকল তারা। প্রথমার্ধে স্রেফ বলের নিয়ন্ত্রণে আধিপত্য করে লিভারপুল। আক্রমণগুলো ছিল ধারহীন। প্রতিপক্ষের বক্সের আশপাশে গিয়ে সালাহ, ফিরমিনো, দিয়াসরা কেবল ছোটাছুটি করেন পথহারা পথিকের মতো। তাই লিভারপুল বিরতিতে যায় ৭২ শতাংশ সময় বল পায়ে রেখে পোস্টে কোনো শট নিতে না পারার ব্যর্থতা নিয়ে।
৩৪তম মিনিটে এগিয়ে যাওয়ার প্রথম ভালো সুযোগটি নষ্ট হয় লিভারপুলের। ফিরমিনোর থ্রু পাস অফসাইডের ফাঁদ ভেঙে নিয়ন্ত্রণে নিয়েছিলেন দিয়াস, কিন্তু গোলরক্ষক ছুটে আসায় শট নেওয়ার জায়গা পাননি। তাকে কাটিয়ে শেষ পর্যন্ত শট নিয়েছিলেন বটে, কিন্তু ‘অল রেড’ সমর্থকদের হতাশা বাড়িয়ে বল উড়ে যায় ক্রসবারের উপর দিয়ে। নিউক্যাসল পাল্টা আক্রমণে ভীতি ছড়াতে থাকে লিভারপুলের সীমানায়। ৩৮তম মিনিটে পাওয়া সুযোগটি কাজে লাগিয়ে অ্যানফিল্ডকে স্তব্ধ করে দেয় তারা। শন লংস্টাফের থ্রু পাস ধরে নিখুঁত কোনাকুনি শটে নিউক্যাসলকে এগিয়ে নেন সুইডিশ ফরোয়ার্ড ইসাক। এ অর্ধে মাত্র ২৮ শতাংশ সময় বলের নিয়ন্ত্রণ রাখা নিউক্যাসলের চার শটের দুটি লক্ষ্যে থাকে। তার মধ্যে একটি ঠিকানা খুঁজে পাওয়ায় এগিয়ে থাকার আনন্দ নিয়ে বিরতিতে যায় লিগে টানা তিন ম্যাচ ড্র করে আসা দলটি। গতিময় ও উজ্জীবিত ফুটবলে লিভারপুলকে চাপে রাখা নিউক্যাসল ব্যবধান বাড়িয়ে নিতে পারত ৫৪তম মিনিটে। পাল্টা আক্রমণ থেকে ইসাক জালে বল পাঠালেও অফসাইডের কারণে গোল পায়নি তারা।
৬১তম মিনিটে দেখা মেলে ফিরমিনো-সালাহ ঝলকের। মিশরের ফরোয়ার্ডের দারুণ পাস ধরে এক ডিফেন্ডারের পায়ের ফাঁক দিয়ে নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন ফিরমিনো। ঝাঁপিয়ে পড়েও বলের নাগাল পাননি গোলরক্ষক। উচ্ছ্বাসে নেচে ওঠে লিভারপুল সমর্থকরা। ৮০তম মিনিটে সালাহর পাসে দিয়াসের শট এক ডিফেন্ডারের পায়ে লেগে গতি হারালেও বল জালের দিকে ছুটছিল উঁচু হয়ে। লাফিয়ে এক হাতে আটকে নিউক্যাসলকে স্বস্তিতে রাখেন গোলরক্ষক নিক পোপ। কিন্তু ম্যাচের নাটকীয়তার তখনও বাঁকি। যোগ করা সময়ের নির্ধারিত পাঁচ মিনিট শেষ হলেও খেলা চালিয়ে যান রেফারি। শেষ মুহূর্তের আক্রমণ থেকে কর্নার আদায় করে নেয় লিভারপুল। কর্নারের পর জটলার ভেতর থেকে কারবাইয়োর শট জালে জড়ালে জয়ের আনন্দে মেতে ওঠে স্বাগতিক সমর্থকরা। পাঁচ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে লিভারপুল। এক জয় ও তিন ড্রয়ের পর প্রথম হারের তেতো স্বাদ পাওয়া নিউক্যাসল ৬ পয়েন্ট নিয়ে আছে একাদশ স্থানে। দিনের অন্য ম্যাচে আর্সেনাল ২-১ গোলে হারিয়েছে অ্যাস্টন ভিলাকে। টানা ৫ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। আরেক ম্যাচে নটিংহ্যাম ফরেস্টকে ৬-০ গোলে উড়িয়ে দেওয়া ম্যানচেস্টার সিটি ১৩ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে।
বিবর্ণতা ঝেড়ে ফেলে লিভারপুলের জয়োল্লাস
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ