ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫

বন্ধ হয়ে যাচ্ছে ফেসবুকের মোবাইল গেমিং অ্যাপ

  • আপডেট সময় : ১২:২৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২
  • ৯০ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক : উন্মোচনের মাত্র দুই বছর পরই বন্ধ হয়ে যাচ্ছে ফেসবুক গেমিং অ্যাপের ‘আইওএস’ ও ‘অ্যান্ড্রয়েড’ সংস্করণ। ২০২২ সালের ২৮ অক্টোবর থেকে অ্যাপটি আর ডাউনলোড করা যাবে না বলে ব্যবহারকারীদের এক বার্তায় জানিয়েছে ফেইসবুক। টুইচ, ইউটিউব ও মিক্সারের (তৎকালীন) মতো প্ল্যাটফর্মের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে ২০১৮ সালে নিজস্ব গেমিং অ্যাপ চালু করেছিল ফেসবুক। পরবর্তীতে এর মোবাইল সংস্করণ চালু হয় ২০২০ সালে। টুইচ ও ইউটিউবের আধিপত্যের বাজারে ব্যবহারকারীদের আকৃষ্ট করতে নিজস্ব প্ল্যাটফর্মে একটি ‘ক্রিয়েটর প্রোগ্রাম’ যোগ করেছিল ফেসবুক গেমিং। এ ছাড়া, ‘কো-স্ট্রিমিংয়ের’ মতো বেশ কয়েকটি বাড়তি ফিচারও ছিল এতে। ২০২০ সালে মাইক্রোসফটের ব্যর্থ স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘মিক্সার’ অধিগ্রহন করে ফেসবুক, যেটিতে ‘নিনজা’ ও ‘শ্রাউডের’ মতো জনপ্রিয় স্ট্রিমারদের উপস্থিতি ছিল। প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জের প্রতিবেদন অনুযায়ী, ফেসবুকের গেমিং অ্যাপ বন্ধ হলেও সক্রিয় থাকবে প্ল্যাটফর্মটির ওয়েব সংস্করণ। ২০১৯ সালে নিজেদের গেমিং অ্যাপ বন্ধ করে ইউটিউব। এর কারণ হিসেবে সে সময় ব্যবহারকারীদের মধ্যে ‘বিভ্রাট’ তৈরির বিষয় উল্লেখ করেছিল সেবাটি।
নিজস্ব গেমিং অ্যাপ বন্ধের কারণ জানায়নি ফেসবুক। এ প্রসঙ্গে ভার্জ কোম্পানিটির মন্তব্য জানতে চাইলে তাৎক্ষণিক কোনো উত্তর মেলেনি। “অ্যাপটি প্রথম চালুর পর থেকে গেমার ও ভক্তদের একটি বড় কমিউনিটি গড়ে তোলায় আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমরা।” –ব্যবহারকারীদের পাঠানো বার্তায় লিখেছে ফেসবুক। নিজস্ব গেমিং প্ল্যাটফর্ম ও স্ট্রিমারদের পেছনে বড় ধরনের বিনিয়োগ করেছে ফেসবুক। ‘ডিসগাইজডটোস্ট’ (প্ল্যাটফর্মটি ছেড়ে চলে গেছেন), ব্রাজিলের ফুটবলার নেইমার জুনিয়র এবং ‘গ্র্যান্ড থেফট অটো’ গেমের ‘রোলপ্লেয়ার’ রামির সঙ্গে চুক্তি করেছিল কোম্পানিটি। কোভিড-১৯ মহামারি চলাকালীন ফেসবুক গেমিংয়ের জনপ্রিয়তা বাড়লেও প্ল্যাটফর্মটিতে (ও অন্যান্য সেবায়) গ্রাহকের ‘ওয়াচিং আওয়ার’ বা দেখার সময় ধীরে ধীরে কমে যায়। সফটওয়্যার নির্মাতা ‘স্ট্রিমল্যাবস’-এর তথ্য অনুযায়ী, ২০২২ সালের দ্বিতীয় প্রান্তিকে ফেসবুক গেমিং, টুইচ ও ইউটিউব গেইমিংয়ে ‘ওয়াচিং আওয়ার’ কমেছে আট দশমিক চার শতাংশ। বছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকে এই তিন প্ল্যাটফর্মের মধ্যে দর্শক সবচেয়ে কম দেখেছে ফেসবুকের গেমিং প্ল্যাটফর্ম। প্রথম প্রান্তিকে এই সংখ্যা ৮০ কোটি ৩০ লাখ ঘণ্টা এবং দ্বিতীয় প্রান্তিকে এটি কমে আসে ৫৮ কোটি ঘণ্টায়।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বন্ধ হয়ে যাচ্ছে ফেসবুকের মোবাইল গেমিং অ্যাপ

আপডেট সময় : ১২:২৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২

প্রযুক্তি ডেস্ক : উন্মোচনের মাত্র দুই বছর পরই বন্ধ হয়ে যাচ্ছে ফেসবুক গেমিং অ্যাপের ‘আইওএস’ ও ‘অ্যান্ড্রয়েড’ সংস্করণ। ২০২২ সালের ২৮ অক্টোবর থেকে অ্যাপটি আর ডাউনলোড করা যাবে না বলে ব্যবহারকারীদের এক বার্তায় জানিয়েছে ফেইসবুক। টুইচ, ইউটিউব ও মিক্সারের (তৎকালীন) মতো প্ল্যাটফর্মের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে ২০১৮ সালে নিজস্ব গেমিং অ্যাপ চালু করেছিল ফেসবুক। পরবর্তীতে এর মোবাইল সংস্করণ চালু হয় ২০২০ সালে। টুইচ ও ইউটিউবের আধিপত্যের বাজারে ব্যবহারকারীদের আকৃষ্ট করতে নিজস্ব প্ল্যাটফর্মে একটি ‘ক্রিয়েটর প্রোগ্রাম’ যোগ করেছিল ফেসবুক গেমিং। এ ছাড়া, ‘কো-স্ট্রিমিংয়ের’ মতো বেশ কয়েকটি বাড়তি ফিচারও ছিল এতে। ২০২০ সালে মাইক্রোসফটের ব্যর্থ স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘মিক্সার’ অধিগ্রহন করে ফেসবুক, যেটিতে ‘নিনজা’ ও ‘শ্রাউডের’ মতো জনপ্রিয় স্ট্রিমারদের উপস্থিতি ছিল। প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জের প্রতিবেদন অনুযায়ী, ফেসবুকের গেমিং অ্যাপ বন্ধ হলেও সক্রিয় থাকবে প্ল্যাটফর্মটির ওয়েব সংস্করণ। ২০১৯ সালে নিজেদের গেমিং অ্যাপ বন্ধ করে ইউটিউব। এর কারণ হিসেবে সে সময় ব্যবহারকারীদের মধ্যে ‘বিভ্রাট’ তৈরির বিষয় উল্লেখ করেছিল সেবাটি।
নিজস্ব গেমিং অ্যাপ বন্ধের কারণ জানায়নি ফেসবুক। এ প্রসঙ্গে ভার্জ কোম্পানিটির মন্তব্য জানতে চাইলে তাৎক্ষণিক কোনো উত্তর মেলেনি। “অ্যাপটি প্রথম চালুর পর থেকে গেমার ও ভক্তদের একটি বড় কমিউনিটি গড়ে তোলায় আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমরা।” –ব্যবহারকারীদের পাঠানো বার্তায় লিখেছে ফেসবুক। নিজস্ব গেমিং প্ল্যাটফর্ম ও স্ট্রিমারদের পেছনে বড় ধরনের বিনিয়োগ করেছে ফেসবুক। ‘ডিসগাইজডটোস্ট’ (প্ল্যাটফর্মটি ছেড়ে চলে গেছেন), ব্রাজিলের ফুটবলার নেইমার জুনিয়র এবং ‘গ্র্যান্ড থেফট অটো’ গেমের ‘রোলপ্লেয়ার’ রামির সঙ্গে চুক্তি করেছিল কোম্পানিটি। কোভিড-১৯ মহামারি চলাকালীন ফেসবুক গেমিংয়ের জনপ্রিয়তা বাড়লেও প্ল্যাটফর্মটিতে (ও অন্যান্য সেবায়) গ্রাহকের ‘ওয়াচিং আওয়ার’ বা দেখার সময় ধীরে ধীরে কমে যায়। সফটওয়্যার নির্মাতা ‘স্ট্রিমল্যাবস’-এর তথ্য অনুযায়ী, ২০২২ সালের দ্বিতীয় প্রান্তিকে ফেসবুক গেমিং, টুইচ ও ইউটিউব গেইমিংয়ে ‘ওয়াচিং আওয়ার’ কমেছে আট দশমিক চার শতাংশ। বছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকে এই তিন প্ল্যাটফর্মের মধ্যে দর্শক সবচেয়ে কম দেখেছে ফেসবুকের গেমিং প্ল্যাটফর্ম। প্রথম প্রান্তিকে এই সংখ্যা ৮০ কোটি ৩০ লাখ ঘণ্টা এবং দ্বিতীয় প্রান্তিকে এটি কমে আসে ৫৮ কোটি ঘণ্টায়।