ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, রবিবার, ০৬ জুলাই ২০২৫

লিঙ্কডইন ব্যবহারকারীদের জন্য বড় বিপদ

  • আপডেট সময় : ০৯:৫৭:৪২ পূর্বাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২
  • ৮৮ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক : ক্যারিয়ার নেটওয়ার্কিং সাইট হিসেবে বিশ্বে ব্যাপক জনপ্রিয় লিঙ্কডইন। অন্য সামাজিক যোগাযোগ মাধ্যমের চেয়ে এটি কিছুটা আলাদা। পেশাদার কাজ পেতে লিঙ্কডইনে যে কেউ তৈরি করতে পারেন প্রোফাইল। কাজ পেতেও খুব সহজ হয়। মাইক্রোসফটের মালিকানাধীন সামাজিক নেটওয়ার্ক মাধ্যমটিতেও এখন হ্যাকারদের তৎপরতা শুরু হয়েছে। ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য, চ্যাট চুরি করছে হ্যাকাররা। গোপনে ম্যালওয়্যার প্রবেশ করিয়ে ব্যবহারকারীদের তথ্য চুরি করছে তারা। বর্তমানে সাইবার হামলা শুরু করেছে নতুন আতঙ্ক। সামাজিক যোগাযোগ মাধ্যম, ব্যাংক অ্যাকাউন্ট কোথাও নিরাপত্তা নেই। সুরক্ষার প্রাচীর ভেঙে হামলা চালাচ্ছে হ্যাকাররা। এবার পেশাজীবীদের জন্য তৈরি সামাজিক যোগাযোগের সাইটের বার্তা বিনিময় সুবিধা কাজে লাগিয়ে এ হামলা চালাচ্ছে তারা। এজন্য প্রথমেই ব্যবহারকারীদের বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত হওয়ার আমন্ত্রণ পাঠায় হ্যাকাররা। ব্যবহারকারীরা রাজি হলেই বার্তা বিনিময়ের সময় গোপনে ম্যালওয়্যারযুক্ত লিঙ্ক বা ফাইল পাঠানো হয়। লিঙ্কে ক্লিক করলেই ব্যবহারকারীদের ডিভাইসে ম্যালওয়্যারটি প্রবেশ করছে। এরপর সেটির মাধ্যমে এক্সেস নিয়ে হ্যাকাররা তাদের নানান ব্যক্তিগত তথ্য চুরি করে নিচ্ছে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, ক্রেডিট কার্ড, ই-মেইলের পাসওয়ার্ডসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন তথ্য সংগ্রহ করে হ্যাকারদের কাছে পাঠাতে পারে মেলওয়্যারটি। সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করে এমন একটি প্রতিষ্ঠান ক্লাউডএসইকে, সম্প্রতি লিঙ্কডইনে সাইবার হামলার ঘটনা শনাক্ত করেছে। তারা বলছেন, হ্যাকারদের পাঠানো ফাইলগুলোর সাধারণত ১০০ মেগাবাইটের হয়ে থাকে। এজন্য সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, যে কোনো ফাইল ক্লিক না করতে। ডিভাইসে অ্যান্টিভাইরাস ব্যবহার করুন। সূত্র: টাইমস নাও

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

লিঙ্কডইন ব্যবহারকারীদের জন্য বড় বিপদ

আপডেট সময় : ০৯:৫৭:৪২ পূর্বাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২

প্রযুক্তি ডেস্ক : ক্যারিয়ার নেটওয়ার্কিং সাইট হিসেবে বিশ্বে ব্যাপক জনপ্রিয় লিঙ্কডইন। অন্য সামাজিক যোগাযোগ মাধ্যমের চেয়ে এটি কিছুটা আলাদা। পেশাদার কাজ পেতে লিঙ্কডইনে যে কেউ তৈরি করতে পারেন প্রোফাইল। কাজ পেতেও খুব সহজ হয়। মাইক্রোসফটের মালিকানাধীন সামাজিক নেটওয়ার্ক মাধ্যমটিতেও এখন হ্যাকারদের তৎপরতা শুরু হয়েছে। ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য, চ্যাট চুরি করছে হ্যাকাররা। গোপনে ম্যালওয়্যার প্রবেশ করিয়ে ব্যবহারকারীদের তথ্য চুরি করছে তারা। বর্তমানে সাইবার হামলা শুরু করেছে নতুন আতঙ্ক। সামাজিক যোগাযোগ মাধ্যম, ব্যাংক অ্যাকাউন্ট কোথাও নিরাপত্তা নেই। সুরক্ষার প্রাচীর ভেঙে হামলা চালাচ্ছে হ্যাকাররা। এবার পেশাজীবীদের জন্য তৈরি সামাজিক যোগাযোগের সাইটের বার্তা বিনিময় সুবিধা কাজে লাগিয়ে এ হামলা চালাচ্ছে তারা। এজন্য প্রথমেই ব্যবহারকারীদের বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত হওয়ার আমন্ত্রণ পাঠায় হ্যাকাররা। ব্যবহারকারীরা রাজি হলেই বার্তা বিনিময়ের সময় গোপনে ম্যালওয়্যারযুক্ত লিঙ্ক বা ফাইল পাঠানো হয়। লিঙ্কে ক্লিক করলেই ব্যবহারকারীদের ডিভাইসে ম্যালওয়্যারটি প্রবেশ করছে। এরপর সেটির মাধ্যমে এক্সেস নিয়ে হ্যাকাররা তাদের নানান ব্যক্তিগত তথ্য চুরি করে নিচ্ছে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, ক্রেডিট কার্ড, ই-মেইলের পাসওয়ার্ডসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন তথ্য সংগ্রহ করে হ্যাকারদের কাছে পাঠাতে পারে মেলওয়্যারটি। সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করে এমন একটি প্রতিষ্ঠান ক্লাউডএসইকে, সম্প্রতি লিঙ্কডইনে সাইবার হামলার ঘটনা শনাক্ত করেছে। তারা বলছেন, হ্যাকারদের পাঠানো ফাইলগুলোর সাধারণত ১০০ মেগাবাইটের হয়ে থাকে। এজন্য সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, যে কোনো ফাইল ক্লিক না করতে। ডিভাইসে অ্যান্টিভাইরাস ব্যবহার করুন। সূত্র: টাইমস নাও