ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫

করোনার চেয়ে একদিনে ডেঙ্গু আক্রান্ত বেশি

  • আপডেট সময় : ০৩:২০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২
  • ১১৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীর সংখ্যা ২৩৭ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১৭২ জন। এর আগে গত সোমবার চলতি বছরে একদিনে ২০১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী পাওয়া গিয়েছিল। তাদের মধ্যে ১৯৬ জন ঢাকার এবং ঢাকার বাইরের ৪১ জন। তাছাড়া এই বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছে ২০ জন। আর এই মাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২৭০ জন।
গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৭১২ জন ডেঙ্গু রোগী ভর্তি আছে। এরমধ্যে ঢাকাতেই আছে ৬০১ জন, আর বাকি ১১১ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। এই বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৫ হাজার ৯৩০ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ৫ হাজার ১৯৮ জন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

করোনার চেয়ে একদিনে ডেঙ্গু আক্রান্ত বেশি

আপডেট সময় : ০৩:২০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীর সংখ্যা ২৩৭ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১৭২ জন। এর আগে গত সোমবার চলতি বছরে একদিনে ২০১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী পাওয়া গিয়েছিল। তাদের মধ্যে ১৯৬ জন ঢাকার এবং ঢাকার বাইরের ৪১ জন। তাছাড়া এই বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছে ২০ জন। আর এই মাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২৭০ জন।
গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৭১২ জন ডেঙ্গু রোগী ভর্তি আছে। এরমধ্যে ঢাকাতেই আছে ৬০১ জন, আর বাকি ১১১ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। এই বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৫ হাজার ৯৩০ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ৫ হাজার ১৯৮ জন।