ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

নারীদের জন্য সবচেয়ে অনিরাপদ শহর দিল্লি

  • আপডেট সময় : ১২:৫১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২
  • ৮৫ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : ভারতে নারীদের জন্য সবচেয়ে অনিরাপদ শহর রাজধানী দিল্লি। দেশটির ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর (এনসিআরবি) সর্বশেষ রিপোর্ট তাই বলছে। গত বছর প্রায় প্রতিদিন সেখানে গড়ে দুজন কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ২০২১ সালে দিল্লিতে নারীদের বিরুদ্ধে অপরাধের ১৩ হাজার ৮৯২টি কেস শনাক্ত হয়েছে। ২০২০ সালের তুলনায় এই সংখ্যা ৪০ শতাংশের বেশি। সে বছর এই সংখ্যা ছিল ৯ হাজার ৭৮২। দিল্লিতে নারীদের বিরুদ্ধে অপরাধের ঘটনা সবচেয়ে বেশি। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, ১৯টি মেট্রোপলিটন শহরের মধ্যে সংঘটিত মোট অপরাধের ৩২ দশমিক ২০ শতাংশই হয়েছে দিল্লিতে। নারীদের বিরুদ্ধে অপরাধের ঘটনায় দিল্লির পরেই রয়েছে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই। এরপরের তালিকায় রয়েছে ব্যাঙ্গালুরু। এই দুই শহরে যথাক্রমে ৫ হাজার ৫৪৩ এবং ৩ হাজার ১২৭টি কেস শনাক্ত হয়েছে। ১৯টি মেট্রোপলিটন শহরের মধ্যে সংঘটিত মোট অপরাধের ১২ দশমিক ৭৬ শতাংশ মুম্বাইতে এবং ৭ দশমিক ২ শতাংশ হয়েছে বেঙ্গালুরুতে। শিশু ধর্ষণ, অপহরণসহ নারীদের বিরুদ্ধে সব ধরনের অপরাধের ঘটনাই রাজধানী দিল্লিতে সবচেয়ে বেশি ঘটেছে। রাজধানীতে অপহরণের ৩ হাজার ৯৪৮টি কেস, স্বামীর দ্বারা নির্যাতনের ৪ হাজার ৬৭৪টি কেস এবং অল্প বয়সী মেয়েদের ধর্ষণের ৮৩৩টি কেস রিপোর্ট করা হয়েছে। ২০২১ সালে ১৯টি মেট্রোপলিটন শহরের মধ্যে নারীদের বিরুদ্ধে শুধু দিল্লিতেই প্রায় ১৪ হাজার কেস রিপোর্ট করা হয়েছে। বাকি শহরগুলোতে হয়েছে ৪৩ হাজার ৪১৪টি। ২০২১ সালে রাজধানীতে যৌতুকের জন্য নির্যাতনে ১৩৬ জন নারীর মৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়েছে। ১৯টি মেট্রোপলিটন শহরের মধ্যে এই সংখ্যা ৩৬ দশমিক ২৬ শতাংশ। দিল্লিতে অপহরণের ৩ হাজার ৯৪৮টি কেস রেকর্ড করা হয়েছে। বাকি ১৮টি মেট্রোপলিটন শহরে কেসের সংখ্যা ৮ হাজার ৬৬৪টি। এনসিআরবির দেওয়া তথ্য অনুযায়ী, ২০২১ সালে দিল্লিতে ৮৩৩ জন কন্যা শিশুকে ধর্ষণ করা হয়েছে। অন্যান্য মেট্রোপলিটন শহরের মধ্যে এই সংখ্যা সর্বোচ্চ বলে জানানো হয়েছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

নারীদের জন্য সবচেয়ে অনিরাপদ শহর দিল্লি

আপডেট সময় : ১২:৫১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২

প্রত্যাশা ডেস্ক : ভারতে নারীদের জন্য সবচেয়ে অনিরাপদ শহর রাজধানী দিল্লি। দেশটির ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর (এনসিআরবি) সর্বশেষ রিপোর্ট তাই বলছে। গত বছর প্রায় প্রতিদিন সেখানে গড়ে দুজন কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ২০২১ সালে দিল্লিতে নারীদের বিরুদ্ধে অপরাধের ১৩ হাজার ৮৯২টি কেস শনাক্ত হয়েছে। ২০২০ সালের তুলনায় এই সংখ্যা ৪০ শতাংশের বেশি। সে বছর এই সংখ্যা ছিল ৯ হাজার ৭৮২। দিল্লিতে নারীদের বিরুদ্ধে অপরাধের ঘটনা সবচেয়ে বেশি। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, ১৯টি মেট্রোপলিটন শহরের মধ্যে সংঘটিত মোট অপরাধের ৩২ দশমিক ২০ শতাংশই হয়েছে দিল্লিতে। নারীদের বিরুদ্ধে অপরাধের ঘটনায় দিল্লির পরেই রয়েছে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই। এরপরের তালিকায় রয়েছে ব্যাঙ্গালুরু। এই দুই শহরে যথাক্রমে ৫ হাজার ৫৪৩ এবং ৩ হাজার ১২৭টি কেস শনাক্ত হয়েছে। ১৯টি মেট্রোপলিটন শহরের মধ্যে সংঘটিত মোট অপরাধের ১২ দশমিক ৭৬ শতাংশ মুম্বাইতে এবং ৭ দশমিক ২ শতাংশ হয়েছে বেঙ্গালুরুতে। শিশু ধর্ষণ, অপহরণসহ নারীদের বিরুদ্ধে সব ধরনের অপরাধের ঘটনাই রাজধানী দিল্লিতে সবচেয়ে বেশি ঘটেছে। রাজধানীতে অপহরণের ৩ হাজার ৯৪৮টি কেস, স্বামীর দ্বারা নির্যাতনের ৪ হাজার ৬৭৪টি কেস এবং অল্প বয়সী মেয়েদের ধর্ষণের ৮৩৩টি কেস রিপোর্ট করা হয়েছে। ২০২১ সালে ১৯টি মেট্রোপলিটন শহরের মধ্যে নারীদের বিরুদ্ধে শুধু দিল্লিতেই প্রায় ১৪ হাজার কেস রিপোর্ট করা হয়েছে। বাকি শহরগুলোতে হয়েছে ৪৩ হাজার ৪১৪টি। ২০২১ সালে রাজধানীতে যৌতুকের জন্য নির্যাতনে ১৩৬ জন নারীর মৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়েছে। ১৯টি মেট্রোপলিটন শহরের মধ্যে এই সংখ্যা ৩৬ দশমিক ২৬ শতাংশ। দিল্লিতে অপহরণের ৩ হাজার ৯৪৮টি কেস রেকর্ড করা হয়েছে। বাকি ১৮টি মেট্রোপলিটন শহরে কেসের সংখ্যা ৮ হাজার ৬৬৪টি। এনসিআরবির দেওয়া তথ্য অনুযায়ী, ২০২১ সালে দিল্লিতে ৮৩৩ জন কন্যা শিশুকে ধর্ষণ করা হয়েছে। অন্যান্য মেট্রোপলিটন শহরের মধ্যে এই সংখ্যা সর্বোচ্চ বলে জানানো হয়েছে।