ঢাকা ০১:০২ অপরাহ্ন, শনিবার, ০৫ জুলাই ২০২৫

মধ্য আকাশেই ককপিটে মারামারি, ২ পাইলট বরখাস্ত!

  • আপডেট সময় : ০২:৩৭:২৬ অপরাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২
  • ৮২ বার পড়া হয়েছে

আলজাজিরা : প্লেন চালানোর মধ্য আকাশেই ককপিটে মারামারি করল দুই পাইলট। এ ঘটনায় ওই দুই পাইলটকেই বরখাস্ত হয়েছে। জেনেভা থেকে প্যারিস যাওয়ার সময় এয়ার ফ্রান্সের একটি ফ্লাইটে ঘটেছে এই মারামারি ঘটনা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। সুইস দৈনিক পত্রিকা লা ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের জুন মাসে সুইজারল্যান্ডের জেনেভা থেকে ফ্রান্সের রাজধানী প্যারিস যাওয়ার সময় এয়ার ফ্রান্সের একটি ফ্লাইটে দ্বন্দ্বে জড়ান প্লেনটির দুই পাইলট। এসময় মারামারিও করেন। এমন পরিস্থিতি দেখে কেবিন ক্রু তখন হস্তক্ষেপ করেন। তার পাহারায় প্লেনটি শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছায়। এ ঘটনায় শাস্তি হিসেবে উভয় পাইলটকেই বরখাস্ত করেছে এয়ারলাইন্সটি। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ফ্রান্সের এয়ার ইনভেস্টিগেশন এজেন্সি বিইএ গত বুধবার একটি প্রতিবেদন প্রকাশের পর ককপিটে পাইলটদের এই লড়াইয়ের খবরটি সামনে আসে। কোনো দুর্ঘটনা না ঘটায় বিষয়টি তেমন কেউ বুঝতে পারেনি। ওই রিপোর্টে বলা হয়েছে, এয়ার ফ্রান্স’র কয়েকজন পাইলটের নিরাপত্তা প্রোটোকলের প্রতি যথাযথ শ্রদ্ধার অভাব রয়েছে।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

নতুন আপদ ‘মব সন্ত্রাস’, আতঙ্কে সারা দেশ

মধ্য আকাশেই ককপিটে মারামারি, ২ পাইলট বরখাস্ত!

আপডেট সময় : ০২:৩৭:২৬ অপরাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২

আলজাজিরা : প্লেন চালানোর মধ্য আকাশেই ককপিটে মারামারি করল দুই পাইলট। এ ঘটনায় ওই দুই পাইলটকেই বরখাস্ত হয়েছে। জেনেভা থেকে প্যারিস যাওয়ার সময় এয়ার ফ্রান্সের একটি ফ্লাইটে ঘটেছে এই মারামারি ঘটনা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। সুইস দৈনিক পত্রিকা লা ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের জুন মাসে সুইজারল্যান্ডের জেনেভা থেকে ফ্রান্সের রাজধানী প্যারিস যাওয়ার সময় এয়ার ফ্রান্সের একটি ফ্লাইটে দ্বন্দ্বে জড়ান প্লেনটির দুই পাইলট। এসময় মারামারিও করেন। এমন পরিস্থিতি দেখে কেবিন ক্রু তখন হস্তক্ষেপ করেন। তার পাহারায় প্লেনটি শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছায়। এ ঘটনায় শাস্তি হিসেবে উভয় পাইলটকেই বরখাস্ত করেছে এয়ারলাইন্সটি। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ফ্রান্সের এয়ার ইনভেস্টিগেশন এজেন্সি বিইএ গত বুধবার একটি প্রতিবেদন প্রকাশের পর ককপিটে পাইলটদের এই লড়াইয়ের খবরটি সামনে আসে। কোনো দুর্ঘটনা না ঘটায় বিষয়টি তেমন কেউ বুঝতে পারেনি। ওই রিপোর্টে বলা হয়েছে, এয়ার ফ্রান্স’র কয়েকজন পাইলটের নিরাপত্তা প্রোটোকলের প্রতি যথাযথ শ্রদ্ধার অভাব রয়েছে।