ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫

দক্ষিণের সিনেমায় গল্প বলা হয়, বলিউড তারকাদের বেচে : অনুপম

  • আপডেট সময় : ১১:৩৪:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০২২
  • ৮৩ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনুপম খের। সম্প্রতি বলিউড বনাম ভারতের দক্ষিণী সিনেমা নিয়ে যে বিতর্ক চলছে সে বিষয়ে কথা বলেছেন। চলতি বছর বলিউডে বেশিরভাগ সিনেমাই ফ্লপের খাতায় নাম লেখিয়েছে। অন্যদিকে, ঠিক উল্টো ভারতের দক্ষিণী সিনেমা। বক্স অফিসে ব্যবসার পাশাপাশি দর্শকের মধ্যে ভালো সাড়া ফেলেছে।
অনপুম খের বলেন, ‘আমি এই দুইয়ের মধ্যে বিভাজন করছি না, কিন্তু আমি মনে করি, দক্ষিণী সিনেমাগুলো প্রাসঙ্গিক হয়। কারণ তারা হলিউডের অনুকরণ করে না। তারা গল্প বলে, এদিকে আমরা তারকাদের বেচি।’ তিনি আরো বলেন, ‘আপনারা ভোক্তাদের জন্যই জিনিস তৈরি করেন। কিন্তু যখনই আপনি ভোক্তাদের ছোট চোখে দেখবেন সেদিন থেকেই সমস্যা তৈরি হতে থাকবে। এটা মনে করলে চলবে না যে, একটা ভালো সিনেমা তৈরি করে দর্শকদের অনুগ্রহ দেখালাম, কারণ তারা ভালো সিনেমা পেলো। দলগত প্রচেষ্টায় মহৎ কিছু তৈরি হয় এবং এটি আমি তেলেগু সিনেমা করতে গিয়ে শিখেছি। আমি তামিল ভাষার সিনেমায় অভিনয় করেছি। মালায়ালাম ভাষার সিনেমাতেও কাজ করব।’ চলতি বছর অনুপম খের অভিনীত ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমাটি ব্যবসাসফল হয়েছে। এছাড়া দর্শক-সমালোচকদের কাছ থেকেও ভূয়সী প্রশংসা পেয়েছে। এছাড়া সম্প্রতি তেলেগু ভাষার ‘কার্তিকেয়া টু’ সিনেমাতেও তাকে দেখা গেছে। এটিও বক্স অফিস হিট। কঙ্গনা রাণৌতের ‘এমারজেন্সি’ সিনেমাতেও এই অভিনেতা অভিনয় করছেন।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

দক্ষিণের সিনেমায় গল্প বলা হয়, বলিউড তারকাদের বেচে : অনুপম

আপডেট সময় : ১১:৩৪:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০২২

বিনোদন ডেস্ক : বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনুপম খের। সম্প্রতি বলিউড বনাম ভারতের দক্ষিণী সিনেমা নিয়ে যে বিতর্ক চলছে সে বিষয়ে কথা বলেছেন। চলতি বছর বলিউডে বেশিরভাগ সিনেমাই ফ্লপের খাতায় নাম লেখিয়েছে। অন্যদিকে, ঠিক উল্টো ভারতের দক্ষিণী সিনেমা। বক্স অফিসে ব্যবসার পাশাপাশি দর্শকের মধ্যে ভালো সাড়া ফেলেছে।
অনপুম খের বলেন, ‘আমি এই দুইয়ের মধ্যে বিভাজন করছি না, কিন্তু আমি মনে করি, দক্ষিণী সিনেমাগুলো প্রাসঙ্গিক হয়। কারণ তারা হলিউডের অনুকরণ করে না। তারা গল্প বলে, এদিকে আমরা তারকাদের বেচি।’ তিনি আরো বলেন, ‘আপনারা ভোক্তাদের জন্যই জিনিস তৈরি করেন। কিন্তু যখনই আপনি ভোক্তাদের ছোট চোখে দেখবেন সেদিন থেকেই সমস্যা তৈরি হতে থাকবে। এটা মনে করলে চলবে না যে, একটা ভালো সিনেমা তৈরি করে দর্শকদের অনুগ্রহ দেখালাম, কারণ তারা ভালো সিনেমা পেলো। দলগত প্রচেষ্টায় মহৎ কিছু তৈরি হয় এবং এটি আমি তেলেগু সিনেমা করতে গিয়ে শিখেছি। আমি তামিল ভাষার সিনেমায় অভিনয় করেছি। মালায়ালাম ভাষার সিনেমাতেও কাজ করব।’ চলতি বছর অনুপম খের অভিনীত ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমাটি ব্যবসাসফল হয়েছে। এছাড়া দর্শক-সমালোচকদের কাছ থেকেও ভূয়সী প্রশংসা পেয়েছে। এছাড়া সম্প্রতি তেলেগু ভাষার ‘কার্তিকেয়া টু’ সিনেমাতেও তাকে দেখা গেছে। এটিও বক্স অফিস হিট। কঙ্গনা রাণৌতের ‘এমারজেন্সি’ সিনেমাতেও এই অভিনেতা অভিনয় করছেন।