ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬

বিশ্বে জনপ্রিয় নেতাদের তালিকায় শীর্ষে মোদি

  • আপডেট সময় : ১০:৪১:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০২২
  • ১৪১ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : সবচেয়ে জনপ্রিয় বিশ্বনেতাদের নিয়ে একটি গবেষণাপ্রতিষ্ঠানের করা তালিকায় আবারও শীর্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রতিষ্ঠানটির এক জরিপ অনুযায়ী, মোদির জনপ্রিয়তার হার ৭৫। প্রতিষ্ঠানটির নাম মর্নিং কনসাল্ট। খবর এএনআইয়ের।
মর্নিং কনসাল্ট পলিটিক্যাল ইনটেলিজেন্স বর্তমানে অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, ব্রাজিল, জার্মানি, ভারত, মেক্সিকো, নেদারল্যান্ডস, দক্ষিণ কোরিয়া, স্পেন, সুইডেন ও যুক্তরাষ্ট্রের সরকারের জনপ্রিয়তা যাচাইয়ের ভিত্তিতে তালিকা প্রস্তুত করে থাকে। প্রতিষ্ঠানটি রাজনৈতিক নির্বাচন, নির্বাচিত কর্মকর্তা ও ভোটিং ইস্যু নিয়ে তথ্য প্রকাশ করে থাকে। আন্তর্জাতিকভাবে প্রতিদিন ২০ হাজারের বেশি সাক্ষাৎকার নিয়ে থাকে মর্নিং কনসাল্ট। এবারের তালিকায় নরেন্দ্র মোদির পর দ্বিতীয় অবস্থানে আছেন মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর এবং তৃতীয় অবস্থানে আছেন ইতালীয় প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি। ওব্রাদরের জনপ্রিয়তার হার ৬৩ এবং দ্রাঘির জনপ্রিয়তার হার ৫৪। তালিকায় ২২ জন বিশ্বনেতাকে রাখা হয়েছে। এর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অবস্থান পঞ্চম। তাঁর জনপ্রিয়তার হার ৪১। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর জনপ্রিয়তার হার ৩৯ এবং জাপানি প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার জনপ্রিয়তার হার ৩৮। এর আগে ২০২২ সালের জানুয়ারি এবং ২০২১ সালের নভেম্বরে প্রকাশিত সবচেয়ে জনপ্রিয় বিশ্বনেতাদের তালিকায়ও শীর্ষস্থানে ছিলেন মোদি। জরিপের জন্য যুক্তরাষ্ট্রে প্রায় ৪৫ হাজার মানুষকে নমুনা হিসেবে নেওয়া হয়েছিল। অন্য দেশগুলোয় নমুনার সংখ্যা ছিল ৫০০ থেকে ৫ হাজার। সব কটি সাক্ষাৎকার নেওয়া হয়েছে অনলাইনে। ভারতে শিক্ষিত জনগোষ্ঠীকে নমুনা হিসেবে নেওয়া হয়েছিল। আর অন্য দেশগুলোয় নমুনা হিসেবে নেওয়া হয়েছিল জাতীয়ভাবে প্রতিনিধিত্বকারী প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীকে। সাক্ষাৎকারদাতারা নিজ নিজ ভাষায় তথ্য দিয়েছেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

বিশ্বে জনপ্রিয় নেতাদের তালিকায় শীর্ষে মোদি

আপডেট সময় : ১০:৪১:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০২২

প্রত্যাশা ডেস্ক : সবচেয়ে জনপ্রিয় বিশ্বনেতাদের নিয়ে একটি গবেষণাপ্রতিষ্ঠানের করা তালিকায় আবারও শীর্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রতিষ্ঠানটির এক জরিপ অনুযায়ী, মোদির জনপ্রিয়তার হার ৭৫। প্রতিষ্ঠানটির নাম মর্নিং কনসাল্ট। খবর এএনআইয়ের।
মর্নিং কনসাল্ট পলিটিক্যাল ইনটেলিজেন্স বর্তমানে অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, ব্রাজিল, জার্মানি, ভারত, মেক্সিকো, নেদারল্যান্ডস, দক্ষিণ কোরিয়া, স্পেন, সুইডেন ও যুক্তরাষ্ট্রের সরকারের জনপ্রিয়তা যাচাইয়ের ভিত্তিতে তালিকা প্রস্তুত করে থাকে। প্রতিষ্ঠানটি রাজনৈতিক নির্বাচন, নির্বাচিত কর্মকর্তা ও ভোটিং ইস্যু নিয়ে তথ্য প্রকাশ করে থাকে। আন্তর্জাতিকভাবে প্রতিদিন ২০ হাজারের বেশি সাক্ষাৎকার নিয়ে থাকে মর্নিং কনসাল্ট। এবারের তালিকায় নরেন্দ্র মোদির পর দ্বিতীয় অবস্থানে আছেন মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর এবং তৃতীয় অবস্থানে আছেন ইতালীয় প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি। ওব্রাদরের জনপ্রিয়তার হার ৬৩ এবং দ্রাঘির জনপ্রিয়তার হার ৫৪। তালিকায় ২২ জন বিশ্বনেতাকে রাখা হয়েছে। এর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অবস্থান পঞ্চম। তাঁর জনপ্রিয়তার হার ৪১। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর জনপ্রিয়তার হার ৩৯ এবং জাপানি প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার জনপ্রিয়তার হার ৩৮। এর আগে ২০২২ সালের জানুয়ারি এবং ২০২১ সালের নভেম্বরে প্রকাশিত সবচেয়ে জনপ্রিয় বিশ্বনেতাদের তালিকায়ও শীর্ষস্থানে ছিলেন মোদি। জরিপের জন্য যুক্তরাষ্ট্রে প্রায় ৪৫ হাজার মানুষকে নমুনা হিসেবে নেওয়া হয়েছিল। অন্য দেশগুলোয় নমুনার সংখ্যা ছিল ৫০০ থেকে ৫ হাজার। সব কটি সাক্ষাৎকার নেওয়া হয়েছে অনলাইনে। ভারতে শিক্ষিত জনগোষ্ঠীকে নমুনা হিসেবে নেওয়া হয়েছিল। আর অন্য দেশগুলোয় নমুনা হিসেবে নেওয়া হয়েছিল জাতীয়ভাবে প্রতিনিধিত্বকারী প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীকে। সাক্ষাৎকারদাতারা নিজ নিজ ভাষায় তথ্য দিয়েছেন।