ক্রীড়া ডেস্ক : ইনজুরির কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন পাকিস্তানের প্রধান পেসার শাহিন শাহ আফ্রিদি। আগামী চার থেকে ছয় সপ্তাহ তিনি ক্রিকেট খেলতে পারবেন না। তবে বুধবার দুবাইয়ে পাকিস্তানের অনুশীলনে হঠাৎই দেখা যায় এই পেসারকে। পাকিস্তানের সংবাদমাধ্যমের খবর, দুবাইয়ে এই মুহূর্তে ইনজুরির চিকিৎসা করাচ্ছেন শাহিন। তবে আলাদাভাবে নয়, দলের সঙ্গে একই হোটেলে থাকছেন শাহিন। কিন্তু কেন? জানা গেছে, অধিনায়ক বাবর আজমই নাকি এই তারকা পেসারকে অনুরোধ করেন, টুর্নামেন্ট চলার সময় পর্যন্ত তাদের সঙ্গে হোটেলে থাকতে। শাহিন তাতে রাজি হয়েছেন। অনুশীলনে হাজির হওয়াও সে কারণেই। নিজে না খেললেও সতীর্থদের উৎসাহ জোগাতে তিনি অনুশীলনে গিয়েছিলেন।