ফরিদপুর সংবাদদাতা : নতুন সময় অনুযায়ী ফরিদপুরের বোয়ালমারীতে প্রথম দিন নির্দিষ্ট সময়ের পরেও অফিসে পাওয়া যায়নি বেশিরভাগ কর্মকর্তা-কর্মচারীকে। সকাল সাড়ে ৮টায় বোয়ালমারী উপজেলা পরিষদে গিয়ে বেশিরভাগ অফিসে তালা ঝুলতে দেখা যায়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মেহেদী হাসান মৃধার অফিস খোলা থাকলেও অফিস সহকারীরা জানান তিনি ছুটিতে। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা শাহানা কাকলী, যুব উন্নয়ন কর্মকর্তা মাসুদুল হাসান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মুহাম্মদ রুহুল আমিন, সমবায় কর্মকর্তা মো. আফজাল হোসেন, খাদ্য নিয়ন্ত্রক রেজাউল আলম, আনসার ও ভিডিপি কর্মকর্তা পিষুষ কুমার ঘোষ, তথ্য কর্মকর্তা মেহেদী হাসান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেনের অফিসে সকাল সাড়ে ৮টায়ও তালা ঝুলতে দেখা যায়।