ঢাকা ০৬:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

ঈশ্বরদী ইপিজেডে টেক্সটাইল খাতে বিনিয়োগ ৯ কোটি ১১ লাখ মার্কিন ডলার

  • আপডেট সময় : ১২:৩৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২
  • ৮৬ বার পড়া হয়েছে

অর্থনৈতিক প্রতিবেদক : কানাডা-চীন মালিকানাধীন প্রতিষ্ঠান মেসার্স বিগ ডিপার টেক্সটাইল মিলস লিমিটেড ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকাতে (ঈশ্বরদী ইপিজেড) ৯ কোটি ১১ লাখ মার্কিন ডলার বিনিয়োগের উদ্যোগ নিয়েছে। ঈশ্বরদী ইপিজেড এলাকায় বিনিয়োগকারী সংস্থাটি একটি সুতা তৈরির কারখানা স্থাপন করবে। সোমবার (২২ আগস্ট) এ বিষয়ে বেপজা কমপ্লেক্স, ঢাকায় বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এবং মেসার্স বিগ ডিপার টেক্সটাইল মিলস লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বেপজা’র নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমানের (এনডিসি, পিএসসি) উপস্থিতিতে বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ এবং বিগ ডিপার টেক্সটাইল মিলস লিমিটেডের চেয়ারম্যান অং জেমি কওক চ্যান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বেপজার সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম, সদস্য (অর্থ) নাফিসা বানু, নির্বাহী পরিচালক (প্রশাসন) মো. জাকির হোসেন চৌধুরী, নির্বাহী পরিচালক (জনসংযোগ) নাজমা বিনতে আলমগীর, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন এবং নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশীদ আলম উপস্থিত ছিলেন। সম্পূর্ণ বিদেশি মালিকানাধীন এ কোম্পানি বার্ষিক ১৫ হাজার ৪২২ মেট্রিক টন সুতা উৎপাদন করবে। কারখানাটিতে ১২০৯ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। উল্লেখ্য, ঈশ্বরদী এবং ঢাকা ইপিজেডে বিগ ডিপার টেক্সটাইল মিলস লিমিটেড আরও তিনটি কোম্পানি তাদের ব্যবসা পরিচালনা করছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ঈশ্বরদী ইপিজেডে টেক্সটাইল খাতে বিনিয়োগ ৯ কোটি ১১ লাখ মার্কিন ডলার

আপডেট সময় : ১২:৩৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২

অর্থনৈতিক প্রতিবেদক : কানাডা-চীন মালিকানাধীন প্রতিষ্ঠান মেসার্স বিগ ডিপার টেক্সটাইল মিলস লিমিটেড ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকাতে (ঈশ্বরদী ইপিজেড) ৯ কোটি ১১ লাখ মার্কিন ডলার বিনিয়োগের উদ্যোগ নিয়েছে। ঈশ্বরদী ইপিজেড এলাকায় বিনিয়োগকারী সংস্থাটি একটি সুতা তৈরির কারখানা স্থাপন করবে। সোমবার (২২ আগস্ট) এ বিষয়ে বেপজা কমপ্লেক্স, ঢাকায় বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এবং মেসার্স বিগ ডিপার টেক্সটাইল মিলস লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বেপজা’র নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমানের (এনডিসি, পিএসসি) উপস্থিতিতে বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ এবং বিগ ডিপার টেক্সটাইল মিলস লিমিটেডের চেয়ারম্যান অং জেমি কওক চ্যান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বেপজার সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম, সদস্য (অর্থ) নাফিসা বানু, নির্বাহী পরিচালক (প্রশাসন) মো. জাকির হোসেন চৌধুরী, নির্বাহী পরিচালক (জনসংযোগ) নাজমা বিনতে আলমগীর, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন এবং নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশীদ আলম উপস্থিত ছিলেন। সম্পূর্ণ বিদেশি মালিকানাধীন এ কোম্পানি বার্ষিক ১৫ হাজার ৪২২ মেট্রিক টন সুতা উৎপাদন করবে। কারখানাটিতে ১২০৯ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। উল্লেখ্য, ঈশ্বরদী এবং ঢাকা ইপিজেডে বিগ ডিপার টেক্সটাইল মিলস লিমিটেড আরও তিনটি কোম্পানি তাদের ব্যবসা পরিচালনা করছে।