ক্রীড়া ডেস্ক : এশিয়া কাপের জন্য রওনা দিচ্ছে দলের সবাই। কিন্তু যেতে পারছেন না রাহুল দ্রাবিড়। করোনাভাইরাস আক্রান্ত হয়ে দেশে আটকা পড়লেন ভারতের প্রধান কোচ। দ্রাবিড়ের কোভিড-১৯ পজিটিভ হওয়ার কথা মঙ্গলবার বিবৃতিতে জানায় ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। দুবাইয়ের উদ্দেশে এদিন দেশ ছাড়বে এশিয়া কাপের দলে থাকা ভারতীয় ক্রিকেটাররা। এর আগে করানো রুটিন পরীক্ষায় দ্রাবিড়ের শরীরে মেলে করোনাভাইরাসের অস্তিত্ব। সামান্য উপসর্গ রয়েছে তার। বিসিসিআই-এর চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন দ্রাবিড়। দুই দিনের মধ্যে আবারও তার পরীক্ষা করানো হবে। নেগেটিভ ফল আসার সাপেক্ষে দলের সঙ্গে যোগ দিতে পারবেন তিনি।
সতেজ হয়ে ফেরার জন্য সোমবার শেষ হওয়া জিম্বাবুয়ে সফর থেকে দ্রাবিড়কে বিশ্রাম দিয়েছিল ভারত। স্বাগতিকদের হোয়াইটওয়াশ করা তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তার জায়গায় দায়িত্ব পালন করেন ভিভিএস লক্ষ্মণ। ধারনা করা হচ্ছে, সাবেক এই ব্যাটসম্যান দুবাইয়েও যোগ দিতে পারেন দলের সঙ্গে। তবে সেটা নির্ভর করছে দ্রাবিড়ের দুই দিন পরের কোভিড-১৯ পরীক্ষার ফলের ওপর। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ভারতের এশিয়া কাপ অভিযান। আগামী রোববার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী।
কোভিড পজিটিভ দ্রাবিড় আটকে গেলেন দেশে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ