ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

জেসিআইয়ের দুই দিনব্যাপী একাডেমি অনুষ্ঠিত

  • আপডেট সময় : ০২:০৪:২৩ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২
  • ১১৭ বার পড়া হয়েছে

অর্থ-বাণিজ্য ডেস্ক : ‘আজকের এবং আগামীকালের জন্য নেতৃত্ব’ এ ভাবনায় অনুপ্রাণিত হয়ে দুই দিনব্যাপী একাডেমির আয়োজন করেছে জেসিআই বাংলাদেশ। ১৯ ও ২০ আগস্ট এ একাডেমি অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহন করে জেসিআই বাংলাদেশের ২০০ জনেরও অধিক সদস্য। দুই দিনব্যাপী এই একাডেমিতে সেশন পরিচালনা করেন সাবরিনা রহমান, কাজী এম আহমেদ, মো. আশিকুজ্জামান, মাকসুদা আক্তার মৌ, হুমাইরা খান এবং আলমাসুর রহমানসহ বিশিষ্ট প্রশিক্ষকরা। জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট নিয়াজ মোর্শেদ এলিটের সভাপতিত্বে অনুষ্ঠানটিতে আরও ছিলেন রুমানা চৌধুরী, ন্যাশনাল ট্রেনিং কমিশনার এবং একাডেমির কনভেনার এরফান হকসহ আরও অনেকে। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর ছিল জেসিআই বাংলাদেশ ফাউন্ডেশন এবং প্লাটিনাম স্পন্সর ছিল প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং আর আর ক্যাবেল। ১৮ থেকে ৪০ বছর বয়সী তরুণ পেশাদার এবং নেতাদের একটি বিশ্বব্যাপী সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই)। সংগঠনটি ১০০ টিরও বেশি দেশে বিদ্যমান এবং সারা বিশ্বে দুই লাখেরও বেশি সদস্য রয়েছে। জেসিআই ইতিবাচক পরিবর্তন সৃষ্টির জন্য প্রয়োজনীয় নেতৃত্বের দক্ষতা, সামাজিক দায়বদ্ধতা, ফেলোশিপ এবং উদ্যোক্তাদের বিকাশের সুযোগ প্রদান করে। জেসিআই দুই হাজারেরও বেশি সদস্যসহ ২৭টি স্থানীয় সংস্থার সঙ্গে বাংলাদেশে তাদের কার্যক্রম পরিচালনা করছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জেসিআইয়ের দুই দিনব্যাপী একাডেমি অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:০৪:২৩ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২

অর্থ-বাণিজ্য ডেস্ক : ‘আজকের এবং আগামীকালের জন্য নেতৃত্ব’ এ ভাবনায় অনুপ্রাণিত হয়ে দুই দিনব্যাপী একাডেমির আয়োজন করেছে জেসিআই বাংলাদেশ। ১৯ ও ২০ আগস্ট এ একাডেমি অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহন করে জেসিআই বাংলাদেশের ২০০ জনেরও অধিক সদস্য। দুই দিনব্যাপী এই একাডেমিতে সেশন পরিচালনা করেন সাবরিনা রহমান, কাজী এম আহমেদ, মো. আশিকুজ্জামান, মাকসুদা আক্তার মৌ, হুমাইরা খান এবং আলমাসুর রহমানসহ বিশিষ্ট প্রশিক্ষকরা। জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট নিয়াজ মোর্শেদ এলিটের সভাপতিত্বে অনুষ্ঠানটিতে আরও ছিলেন রুমানা চৌধুরী, ন্যাশনাল ট্রেনিং কমিশনার এবং একাডেমির কনভেনার এরফান হকসহ আরও অনেকে। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর ছিল জেসিআই বাংলাদেশ ফাউন্ডেশন এবং প্লাটিনাম স্পন্সর ছিল প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং আর আর ক্যাবেল। ১৮ থেকে ৪০ বছর বয়সী তরুণ পেশাদার এবং নেতাদের একটি বিশ্বব্যাপী সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই)। সংগঠনটি ১০০ টিরও বেশি দেশে বিদ্যমান এবং সারা বিশ্বে দুই লাখেরও বেশি সদস্য রয়েছে। জেসিআই ইতিবাচক পরিবর্তন সৃষ্টির জন্য প্রয়োজনীয় নেতৃত্বের দক্ষতা, সামাজিক দায়বদ্ধতা, ফেলোশিপ এবং উদ্যোক্তাদের বিকাশের সুযোগ প্রদান করে। জেসিআই দুই হাজারেরও বেশি সদস্যসহ ২৭টি স্থানীয় সংস্থার সঙ্গে বাংলাদেশে তাদের কার্যক্রম পরিচালনা করছে।