ঢাকা ০৪:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫

দেশে নতুন শনাক্ত ২২৬, মৃত্যু ১ জনের

  • আপডেট সময় : ০২:১৬:৪১ অপরাহ্ন, রবিবার, ১৪ অগাস্ট ২০২২
  • ১২৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : দেশে করোনাভাইরাসের সংক্রমণ কমার ধারায় গত একদিনে ২২৬ জন রোগী শনাক্ত হয়েছে, মৃত্যু হয়েছে ১ জনের। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫ হাজার ২২৬টি নমুনা পরীক্ষা করে ২২৬ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। তাতে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার হয়েছে ৪ দশমিক ৩২ শতাংশ। আগের দিন শনাক্তের হার ছিল ৪ দশমিক ২৯ শতাংশ।
নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত মোট কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৮ হাজার ৮৭০ জন হয়েছে। তাদের মধ্যে ২৯ হাজার ৩১৩ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে। গত ২৪ ঘণ্টায় ৪৭৯ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৫১ হাজার ৩২২ জন। নতুন শনাক্ত ২১০ জনের মধ্যে ১১৫ জনই ঢাকা জেলার বাসিন্দা। দেশের ৬৪ জেলার মধ্যে ৪৬ জেলায় গত একদিনে কোনো নতুন রোগী শনাক্ত হয়নি। গত একদিনে রংপুর বিভাগ এবং ময়মনসিংহ বিভাগে কোনো নতুন রোগী ধরা পড়েনি।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

দেশে নতুন শনাক্ত ২২৬, মৃত্যু ১ জনের

আপডেট সময় : ০২:১৬:৪১ অপরাহ্ন, রবিবার, ১৪ অগাস্ট ২০২২

নিজস্ব প্রতিবেদক : দেশে করোনাভাইরাসের সংক্রমণ কমার ধারায় গত একদিনে ২২৬ জন রোগী শনাক্ত হয়েছে, মৃত্যু হয়েছে ১ জনের। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫ হাজার ২২৬টি নমুনা পরীক্ষা করে ২২৬ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। তাতে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার হয়েছে ৪ দশমিক ৩২ শতাংশ। আগের দিন শনাক্তের হার ছিল ৪ দশমিক ২৯ শতাংশ।
নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত মোট কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৮ হাজার ৮৭০ জন হয়েছে। তাদের মধ্যে ২৯ হাজার ৩১৩ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে। গত ২৪ ঘণ্টায় ৪৭৯ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৫১ হাজার ৩২২ জন। নতুন শনাক্ত ২১০ জনের মধ্যে ১১৫ জনই ঢাকা জেলার বাসিন্দা। দেশের ৬৪ জেলার মধ্যে ৪৬ জেলায় গত একদিনে কোনো নতুন রোগী শনাক্ত হয়নি। গত একদিনে রংপুর বিভাগ এবং ময়মনসিংহ বিভাগে কোনো নতুন রোগী ধরা পড়েনি।