ঢাকা ১২:৫০ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫

শ্রীলঙ্কায় বিদ্যুতের শুল্ক বাড়ল ২৬৪ শতাংশ

  • আপডেট সময় : ১২:২৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২
  • ৮৬ বার পড়া হয়েছে

ডেইলি মিরর : বিদ্যুতে নজিরবিহীন শুল্ক বেড়েছে শ্রীলঙ্কায়। সরকারি নিয়ন্ত্রক সংস্থা পাবলিক ইউটিলিটি কমিশন অব শ্রীলঙ্কা (পিইউসিএসএল) এক ধাক্কায় বিদ্যুতের শুল্ক বাড়িয়েছে ২৬৪ শতাংশ। মঙ্গলবার (৯ আগস্ট) বিদ্যুতের শুল্ক বাড়ানো ঘোষণা দেয় কমিশন। লঙ্কান সংবাদমাধ্যম ডেইলি মিরর এক প্রতিবেদনে এ তথ্য জানায়। বিদ্যুতের দাম ৭৫ শতাংশ বাড়বে শিরোনামে প্রকাশিত খবরে বলা হয়, পিইউসিএসএল চেয়ারম্যান জনকা রথনায়েক বলেছেন বুধবার (৯ আগস্ট) থেকে বিদ্যুতের শুল্ক ৭৫ শতাংশ বাড়াতে নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, যে ক্যাটাগরিতে ৩০ ইউনিটের কম খরচ হবে তাদের খরচের ২৫ শতাংশ চার্জ করা হবে। তারা এখনও ৭৫ শতাংশ ভর্তুকি পান। ৩১ ইউনিটের ওপরে এবং ৬০ ইউনিটের নিচের শ্রেণীর গ্রাহকদের মোট খরচের ৪০ শতাংশ চার্জ করা হয়। তারা ৬০ শতাংশ ভর্তুকি পান। প্রকৃত খরচের মাত্র অর্ধেক ৬১ শতাংশের ওপর ও ৯০ শতাংশের নিচে ইউনিটের বিভাগ থেকে নেওয়া হয়। এতে ভর্তুকি দেওয়া হয় ৫০ শতাংশ। নতুন শুল্ক সংশোধনের পরেও ৭৫ শতাংশ বিদ্যুৎ গ্রাহকরা এখনও ভর্তুকি পাচ্ছেন। শুল্ক সংশোধনের সিদ্ধান্তের মাধ্যমে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনে গ্রাহকদের উৎসাহিত করার পদক্ষেপও নেওয়া হয়েছে বলেও তিনি জানান। শ্রীলঙ্কায় বর্তমানে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ২ দশমিক ৫০ শ্রীলঙ্কান রুপি। সরকারের নতুন পদক্ষেপ অনুযায়ী সেখানে প্রতি ইউনিট বিদ্যুতের দাম পৌঁছাবে ৮ রুপিতে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

এক নারীকে দুই ভাই বিয়ে করে বললেন- আমরা গর্বিত

শ্রীলঙ্কায় বিদ্যুতের শুল্ক বাড়ল ২৬৪ শতাংশ

আপডেট সময় : ১২:২৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২

ডেইলি মিরর : বিদ্যুতে নজিরবিহীন শুল্ক বেড়েছে শ্রীলঙ্কায়। সরকারি নিয়ন্ত্রক সংস্থা পাবলিক ইউটিলিটি কমিশন অব শ্রীলঙ্কা (পিইউসিএসএল) এক ধাক্কায় বিদ্যুতের শুল্ক বাড়িয়েছে ২৬৪ শতাংশ। মঙ্গলবার (৯ আগস্ট) বিদ্যুতের শুল্ক বাড়ানো ঘোষণা দেয় কমিশন। লঙ্কান সংবাদমাধ্যম ডেইলি মিরর এক প্রতিবেদনে এ তথ্য জানায়। বিদ্যুতের দাম ৭৫ শতাংশ বাড়বে শিরোনামে প্রকাশিত খবরে বলা হয়, পিইউসিএসএল চেয়ারম্যান জনকা রথনায়েক বলেছেন বুধবার (৯ আগস্ট) থেকে বিদ্যুতের শুল্ক ৭৫ শতাংশ বাড়াতে নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, যে ক্যাটাগরিতে ৩০ ইউনিটের কম খরচ হবে তাদের খরচের ২৫ শতাংশ চার্জ করা হবে। তারা এখনও ৭৫ শতাংশ ভর্তুকি পান। ৩১ ইউনিটের ওপরে এবং ৬০ ইউনিটের নিচের শ্রেণীর গ্রাহকদের মোট খরচের ৪০ শতাংশ চার্জ করা হয়। তারা ৬০ শতাংশ ভর্তুকি পান। প্রকৃত খরচের মাত্র অর্ধেক ৬১ শতাংশের ওপর ও ৯০ শতাংশের নিচে ইউনিটের বিভাগ থেকে নেওয়া হয়। এতে ভর্তুকি দেওয়া হয় ৫০ শতাংশ। নতুন শুল্ক সংশোধনের পরেও ৭৫ শতাংশ বিদ্যুৎ গ্রাহকরা এখনও ভর্তুকি পাচ্ছেন। শুল্ক সংশোধনের সিদ্ধান্তের মাধ্যমে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনে গ্রাহকদের উৎসাহিত করার পদক্ষেপও নেওয়া হয়েছে বলেও তিনি জানান। শ্রীলঙ্কায় বর্তমানে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ২ দশমিক ৫০ শ্রীলঙ্কান রুপি। সরকারের নতুন পদক্ষেপ অনুযায়ী সেখানে প্রতি ইউনিট বিদ্যুতের দাম পৌঁছাবে ৮ রুপিতে।