আন্তর্জাতিক ডেস্ক : জম্মু ও কাশ্মীরে রাতভর নিরাপত্তারক্ষী ও জঙ্গিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে লস্কর-ই তইবার এক শীর্ষস্থানীয় জঙ্গি-সহ ৩ জন নিহত হয়েছেন। শীর্ষ ওই জঙ্গির নাম মুদাসসির প-িত। তাকে দীর্ঘ দিন থেকে খুঁজছিল দেশটির পুলিশ।
গতকাল সোমবার কাশ্মীর পুলিশের ইন্সপেক্টর জেনারেল বিজয় কুমার বলেন, উত্তর কাশ্মীরের বারামুলা জেলার সোপোর এলাকাতে রাতভর সংঘর্ষ হয়। গোয়েন্দা সূত্রে খবর পেয়ে তল্লাশি অভিযানে নামে নিরাপত্তারক্ষীরা। এতেই লস্করের এক জঙ্গি-সহ ৩ জন নিহত হয়। এর আগে গত সপ্তাহে কাশ্মীরে জঙ্গিদের হামলায় দুই পুলিশকর্মী ও এক সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছিল। এ ঘটনায় আহত অনেকে এখনও হাসপাতালে চিকিৎসাধীন। ওই হামলার ঘটনায় মুদাসসির প-িত জড়িত বলে দাবি পুলিশের।
দীর্ঘদিন ধরে মুদাসসিরকে খুঁজছিল পুলিশ। জানা গেছে, শুধু গত সপ্তাহের ঘটনা নয়। চলতি বছরের মার্চে দুই কাউন্সিলরকে খুনের ঘটনায়ও মূল অভিযুক্ত ছিল এই মুদাসসির প-িত।
ভারতে যৌথবাহিনীর অভিযানে লস্করের শীর্ষ জঙ্গিসহ নিহত ৩
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ