প্রত্যাশা ডেস্ক : চীন তাইওয়ানে হামলা চালানোর মহড়া চালিয়েছে বলে অভিযোগ করেছে ভূখ-টি। আর এরপরই ‘উস্কানিমূলক’ এবং ‘দায়িত্বজ্ঞানহীন’ পদক্ষেপের জন্য বেইজিংকে অভিযুক্ত করেছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে বেইজিং তাইওয়ানের ‘স্থিতাবস্থা পরিবর্তন করার’ চেষ্টা করছে বলেও অভিযোগ করেছে হোয়াইট হাউস। রোববার (৭ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। মূলত মার্কিন কংগ্রেসের নি¤œকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির নেতৃত্বে একটি মার্কিন প্রতিনিধিদলের তাইওয়ান সফরের পরে এই উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। চীন এই সফরকে নিজেদের সার্বভৌমত্বের দাবির প্রতি একটি চ্যালেঞ্জ হিসেবে দেখছে। কারণ দ্বীপ ভূখ-টিকে নিজেদের প্রদেশ বলে মনে করে থাকে বেইজিং। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, চীনা জাহাজ এবং যুদ্ধবিমানগুলো শনিবার তাইওয়ান প্রণালীতে সামরিক হামলার মিশন চালিয়েছে। এর মধ্যে কিছু যুদ্ধবিমান আবার (তাইওয়ান প্রণালীর) মধ্যরেখা অতিক্রম করেছে। মূলত এই প্রণালী একটি অনানুষ্ঠানিক বাফার যা দুই পক্ষকে পৃথক করেছে। বিবিসি বলছে, শনিবার চীনের মহড়ার সময় তাইওয়ানের যুদ্ধবিমানগুলো অবশ্য তাদের সতর্ক করার জন্য এগিয়ে গিয়েছিল। তাইওয়ানের সামরিক বাহিনী জানিয়েছে, মহড়াগুলো ছিল এই দ্বীপে হামলার অনুকরণ।


























