ঢাকা ১২:৪০ পূর্বাহ্ন, বুধবার, ০৬ অগাস্ট ২০২৫

তেলেগু বক্স অফিসে স্বস্তি আনছে নন্দামুরির ‘বিম্বিসার’

  • আপডেট সময় : ১১:০৩:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৬ অগাস্ট ২০২২
  • ১৩২ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : মুক্তি পেয়েছে দক্ষিণী ব্লকবাস্টার চলচ্চিত্র ‘ট্রিপল আর’ খ্যাত তারকা জুনিয়র এনটিআরের বড় ভাই নন্দামুরি কল্যাণ রাম অভিনীত তেলেগু ছবি ‘বিম্বিসার’। মুক্তির প্রথম দিনেই অ্যাকশনধর্মী কল্পকাহিনী নির্ভর এই ছবিটি ১১.৫ কোটি রুপি আয় করেছে। যার মধ্যে শুধু অন্ধপ্রদেশ ও তেলেঙ্গানাতেই ছবিটির আয় দাঁড়িয়েছে ৯.৩ কোটি রুপি! ফলে সদ্য মুক্তি প্রাপ্ত এই ছবিটি তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে গেল জুন ও জুলাই মাসের বক্স অফিস বিপর্যয়ের পর এক নতুন আশার আলো দেখাচ্ছে! ধারণা করা হচ্ছে বক্স অফিসে বেশ জমবে এই ছবিটি। পাশাপাশি সামনের দিন গুলোতেও এর আয় বৃদ্ধি পাবে। জানা গেছে, বিশ্বব্যাপী মোট ৮৬০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘বিম্বিসার’ ছবিটি। যার নির্মাণে খরচ হয়েছে ৪০ কোটি রুপি। ছবিটির কাহিনী লিখেছেন এবং পরিচালনা করেছেন পরিচালক মল্লিদি বশিষ্ঠ। নন্দামুরি কল্যাণ রামের এনটিআর আর্টস-এর ব্যানারের অধীনে ছবিটি প্রযোজনা করেছেন হরি কৃষ্ণ কে। নন্দামুরি কল্যাণ রাম ছাড়াও ছবিটিতে অভিনয় করেছেন ক্যাথরিন ত্রেসা, সংযুক্তা মেনন, প্রকাশ রাজ প্রমুখ।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তেলেগু বক্স অফিসে স্বস্তি আনছে নন্দামুরির ‘বিম্বিসার’

আপডেট সময় : ১১:০৩:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৬ অগাস্ট ২০২২

বিনোদন ডেস্ক : মুক্তি পেয়েছে দক্ষিণী ব্লকবাস্টার চলচ্চিত্র ‘ট্রিপল আর’ খ্যাত তারকা জুনিয়র এনটিআরের বড় ভাই নন্দামুরি কল্যাণ রাম অভিনীত তেলেগু ছবি ‘বিম্বিসার’। মুক্তির প্রথম দিনেই অ্যাকশনধর্মী কল্পকাহিনী নির্ভর এই ছবিটি ১১.৫ কোটি রুপি আয় করেছে। যার মধ্যে শুধু অন্ধপ্রদেশ ও তেলেঙ্গানাতেই ছবিটির আয় দাঁড়িয়েছে ৯.৩ কোটি রুপি! ফলে সদ্য মুক্তি প্রাপ্ত এই ছবিটি তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে গেল জুন ও জুলাই মাসের বক্স অফিস বিপর্যয়ের পর এক নতুন আশার আলো দেখাচ্ছে! ধারণা করা হচ্ছে বক্স অফিসে বেশ জমবে এই ছবিটি। পাশাপাশি সামনের দিন গুলোতেও এর আয় বৃদ্ধি পাবে। জানা গেছে, বিশ্বব্যাপী মোট ৮৬০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘বিম্বিসার’ ছবিটি। যার নির্মাণে খরচ হয়েছে ৪০ কোটি রুপি। ছবিটির কাহিনী লিখেছেন এবং পরিচালনা করেছেন পরিচালক মল্লিদি বশিষ্ঠ। নন্দামুরি কল্যাণ রামের এনটিআর আর্টস-এর ব্যানারের অধীনে ছবিটি প্রযোজনা করেছেন হরি কৃষ্ণ কে। নন্দামুরি কল্যাণ রাম ছাড়াও ছবিটিতে অভিনয় করেছেন ক্যাথরিন ত্রেসা, সংযুক্তা মেনন, প্রকাশ রাজ প্রমুখ।