ঢাকা ০৭:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

দেশে নতুন শনাক্ত ৩৮৭, মৃত্যু ৩ জনের

  • আপডেট সময় : ০২:০৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ অগাস্ট ২০২২
  • ৭৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : দেশে গত একদিনে আরও ৩৮৭ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে, মৃত্যু হয়েছে ৩ জনের। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫ হাজার ১৫টি নমুনা পরীক্ষা করে এই ৩৮৭ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। তাতে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার কিছুটা বেড়ে হয়েছে ৭ দশমিক ৭২ শতাংশ। আগের দিন শনাক্তের হার ৫ দশমিক ৮৬ শতাংশ ছিল। নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত মোট কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৫ হাজার ৯৯৩ জন হয়েছে। তাদের মধ্যে ২৯ হাজার ২৯২ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে। গত ২৪ ঘণ্টায় ৬৯৩ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৪৪ হাজার ১১৪ জন। নতুন শনাক্ত ৩৮৭ জনের মধ্যে ২২০ জনই ঢাকা জেলার বাসিন্দা। দেশের ৬৪ জেলার মধ্যে ৪০ জেলাতেই গত এক দিনে নতুন রোগী ধরা পড়েছে। গত এক দিনে মারা যাওয়া তিনজনের মধ্যে একজন ছিলেন ঢাকা বিভাগের বাসিন্দা। এছাড়া একজন চট্টগ্রাম বিভাগের এবং একজন রংপুর বিভাগের বাসিন্দা ছিলেন।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

দেশে নতুন শনাক্ত ৩৮৭, মৃত্যু ৩ জনের

আপডেট সময় : ০২:০৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ অগাস্ট ২০২২

নিজস্ব প্রতিবেদক : দেশে গত একদিনে আরও ৩৮৭ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে, মৃত্যু হয়েছে ৩ জনের। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫ হাজার ১৫টি নমুনা পরীক্ষা করে এই ৩৮৭ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। তাতে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার কিছুটা বেড়ে হয়েছে ৭ দশমিক ৭২ শতাংশ। আগের দিন শনাক্তের হার ৫ দশমিক ৮৬ শতাংশ ছিল। নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত মোট কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৫ হাজার ৯৯৩ জন হয়েছে। তাদের মধ্যে ২৯ হাজার ২৯২ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে। গত ২৪ ঘণ্টায় ৬৯৩ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৪৪ হাজার ১১৪ জন। নতুন শনাক্ত ৩৮৭ জনের মধ্যে ২২০ জনই ঢাকা জেলার বাসিন্দা। দেশের ৬৪ জেলার মধ্যে ৪০ জেলাতেই গত এক দিনে নতুন রোগী ধরা পড়েছে। গত এক দিনে মারা যাওয়া তিনজনের মধ্যে একজন ছিলেন ঢাকা বিভাগের বাসিন্দা। এছাড়া একজন চট্টগ্রাম বিভাগের এবং একজন রংপুর বিভাগের বাসিন্দা ছিলেন।