ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫

ভোলায় বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায় আইন ও সালিশ কেন্দ্রের নিন্দা

  • আপডেট সময় : ০১:২২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ অগাস্ট ২০২২
  • ৫৯ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : ভোলা সদর উপজেলায় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষে গুলিতে একজন নিহত এবং দুই পক্ষের অর্ধশতাধিক ব্যক্তি আহত হওয়ার ঘটনায় মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক) তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। আসক এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জবাবদিহিতা নিশ্চিত করা এবং হতাহতের জন্য দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনগত পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে।
গতকাল মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব বক্তব্য জানায় আসক। গণমাধ্যমের বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩১ জুলাই বেলা ১১টার দিকে ভোলা জেলা সদরের মহাজনপট্টিতে বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে আনার দাবিতে বিএনপির ডাকা বিক্ষোভ সমাবেশে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বিএনপির দাবি, পুলিশ অতর্কিতভাবে তাদের শান্তিপূর্ণ সমাবেশে বাধা দিয়ে গুলি চালিয়েছে। অন্যদিকে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, সমাবেশের অনুমতি না নিয়ে মিছিল বের করায় পুলিশ বাধা দিলে বিএনপি নেতাকর্মীরা তাদের ওপর চড়াও হয়। আইন ও সালিশ কেন্দ্র মনে করে, শান্তিপূর্ণভাবে সভা-সমাবেশ করা যেকোন রাজনৈতিক দল কিংবা নাগরিকের সাংবিধানিক অধিকার এবং মৌলিক মানবাধিকার, যা অন্যান্য অধিকারগুলো পূরণে গুরুত্বপূর্ণ অবদান রাখে। এক্ষেত্রে বাধা দেওয়া কিংবা অতিরিক্ত শক্তিপ্রয়োগ বিদ্যমান আইনের লঙ্ঘন এবং গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। আসক শান্তিপূর্ণভাবে সভা-সমাবেশ করে মত প্রকাশ করার অধিকার যাতে লঘিœত না হয় এবং এক্ষেত্রে বিদ্যমান মানদ-ের যাতে ব্যত্যয় না ঘটে তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ভোলায় বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায় আইন ও সালিশ কেন্দ্রের নিন্দা

আপডেট সময় : ০১:২২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ অগাস্ট ২০২২

প্রত্যাশা ডেস্ক : ভোলা সদর উপজেলায় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষে গুলিতে একজন নিহত এবং দুই পক্ষের অর্ধশতাধিক ব্যক্তি আহত হওয়ার ঘটনায় মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক) তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। আসক এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জবাবদিহিতা নিশ্চিত করা এবং হতাহতের জন্য দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনগত পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে।
গতকাল মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব বক্তব্য জানায় আসক। গণমাধ্যমের বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩১ জুলাই বেলা ১১টার দিকে ভোলা জেলা সদরের মহাজনপট্টিতে বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে আনার দাবিতে বিএনপির ডাকা বিক্ষোভ সমাবেশে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বিএনপির দাবি, পুলিশ অতর্কিতভাবে তাদের শান্তিপূর্ণ সমাবেশে বাধা দিয়ে গুলি চালিয়েছে। অন্যদিকে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, সমাবেশের অনুমতি না নিয়ে মিছিল বের করায় পুলিশ বাধা দিলে বিএনপি নেতাকর্মীরা তাদের ওপর চড়াও হয়। আইন ও সালিশ কেন্দ্র মনে করে, শান্তিপূর্ণভাবে সভা-সমাবেশ করা যেকোন রাজনৈতিক দল কিংবা নাগরিকের সাংবিধানিক অধিকার এবং মৌলিক মানবাধিকার, যা অন্যান্য অধিকারগুলো পূরণে গুরুত্বপূর্ণ অবদান রাখে। এক্ষেত্রে বাধা দেওয়া কিংবা অতিরিক্ত শক্তিপ্রয়োগ বিদ্যমান আইনের লঙ্ঘন এবং গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। আসক শান্তিপূর্ণভাবে সভা-সমাবেশ করে মত প্রকাশ করার অধিকার যাতে লঘিœত না হয় এবং এক্ষেত্রে বিদ্যমান মানদ-ের যাতে ব্যত্যয় না ঘটে তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছে।