অর্থ-বাণিজ্য ডেস্ক : বাংলাদেশ পুলিশের প্রধান গোয়েন্দা সংস্থার বিশেষ শাখা বা এসবি (স্পেশাল ব্রাঞ্চ)-এর কল্যাণ তহবিলে অনুদান দিয়েছে ইস্টার্ণ ব্যাংক লিমিটেড (ইবিএল)। রোববার রাজধানীর এসবি প্রধান কার্যালয়ে ইবিএল এ অনুদানের চেক হস্তান্তর করে। ব্যাংকের হেড অব কম্যুনিকেশন্স এন্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্স প্রধান জিয়াউল করিম বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ও স্পেশাল ব্রাঞ্চ প্রধান মো. মনিরুল ইসলামকে পাঁচ লক্ষ টাকার একটি চেক হস্তান্তর করেন। উল্লেখ্য, এসবি কল্যাণ তহবিলের জন্য প্রদত্ত এই অর্থ স্পেশাল ব্রাঞ্চ কর্মকর্তাদের মেধাবী সন্তানদের বৃত্তি প্রদানে ব্যয় করা হবে।