ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫

ফ্রান্সকে রুখে দিল হাঙ্গেরি

  • আপডেট সময় : ১০:৫৬:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুন ২০২১
  • ১৩৪ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে জার্মানির বিপক্ষে ১-০ গোল ব্যবধানে জয় দিয়ে ইউরো মিশন শুরু করলেও দ্বিতীয় ম্যাচেই জয়যাত্রা থেমে গেল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। শনিবার রাতের ম্যাচে হাঙ্গেরির বিপক্ষে খেলতে নেমে ১-১ গোল ব্যবধানে ড্র করেছে দিদিয়ের দেশামের শিষ্যরা। এদিন ম্যাচের শুরু থেকেই কিলিয়ান এমবাপে, করিম বেনজেমা এবং গ্রিজম্যানদের নিয়ে গড়া আক্রমণভাগ একের পর এক অতর্কিত আক্রমণ করলেও ফিনিশিংয়ের অভাবে গোলের দেখা পাচ্ছিল না ফ্রান্স।
এদিকে প্রথমার্ধের শেষদিকে উল্টো ফরাসিদের গোল দিয়ে এগিয়ে যায় হাঙ্গেরি। অতিরিক্ত সময়ে এডাম নেগির কাছ থেকে বল পেয়ে একক নৈপুন্যে দুই ডিফেন্ডারের ফাঁক দিয়ে ফ্রান্সের গোলকিপার হুগো লরিসকে ফাঁকি দিয়ে গোল করেন ফিওলা। গোলের জন্য মরিয়া হয়ে উঠা গতবারের রানারআপদের ৬৬তম মিনিটে সমতা ফেরান অ্যান্তনি গ্রিজম্যান। গোলরক্ষক হুগো লরিসের লম্বা করে বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে একজনের বাধা এড়িয়ে এমবাপ্পে ডান দিক থেকে পাস দেন ছয় গজ বক্সে। পা ছোঁয়ালেও ক্লিয়ার করতে ব্যর্থ হন প্রতিপক্ষের ডিফেন্ডার। বাঁ পায়ের জোরালো শটে লক্ষ্যভেদ করেন গ্রিজমান। শেষ পর্যন্ত কোনো দলই আর গোল করতে পারেনি। ফলে এক ম্যাচে জয় এবং একটি ড্রতে মোট ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই অবস্থান করছে ফ্রান্স। আর ২ ম্যাচে ১ পয়েন্ট চারে রয়েছে হাঙ্গেরি। অন্যদিকে ৩ করে পয়েন্ট নিয়ে যথাক্রমে দুইয়ে অবস্থান করছে পর্তুগাল এবং তিনে জার্মানি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

গভীর সংস্কার না করলে স্বৈরাচার ফিরে আসবে

ফ্রান্সকে রুখে দিল হাঙ্গেরি

আপডেট সময় : ১০:৫৬:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুন ২০২১

ক্রীড়া ডেস্ক : গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে জার্মানির বিপক্ষে ১-০ গোল ব্যবধানে জয় দিয়ে ইউরো মিশন শুরু করলেও দ্বিতীয় ম্যাচেই জয়যাত্রা থেমে গেল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। শনিবার রাতের ম্যাচে হাঙ্গেরির বিপক্ষে খেলতে নেমে ১-১ গোল ব্যবধানে ড্র করেছে দিদিয়ের দেশামের শিষ্যরা। এদিন ম্যাচের শুরু থেকেই কিলিয়ান এমবাপে, করিম বেনজেমা এবং গ্রিজম্যানদের নিয়ে গড়া আক্রমণভাগ একের পর এক অতর্কিত আক্রমণ করলেও ফিনিশিংয়ের অভাবে গোলের দেখা পাচ্ছিল না ফ্রান্স।
এদিকে প্রথমার্ধের শেষদিকে উল্টো ফরাসিদের গোল দিয়ে এগিয়ে যায় হাঙ্গেরি। অতিরিক্ত সময়ে এডাম নেগির কাছ থেকে বল পেয়ে একক নৈপুন্যে দুই ডিফেন্ডারের ফাঁক দিয়ে ফ্রান্সের গোলকিপার হুগো লরিসকে ফাঁকি দিয়ে গোল করেন ফিওলা। গোলের জন্য মরিয়া হয়ে উঠা গতবারের রানারআপদের ৬৬তম মিনিটে সমতা ফেরান অ্যান্তনি গ্রিজম্যান। গোলরক্ষক হুগো লরিসের লম্বা করে বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে একজনের বাধা এড়িয়ে এমবাপ্পে ডান দিক থেকে পাস দেন ছয় গজ বক্সে। পা ছোঁয়ালেও ক্লিয়ার করতে ব্যর্থ হন প্রতিপক্ষের ডিফেন্ডার। বাঁ পায়ের জোরালো শটে লক্ষ্যভেদ করেন গ্রিজমান। শেষ পর্যন্ত কোনো দলই আর গোল করতে পারেনি। ফলে এক ম্যাচে জয় এবং একটি ড্রতে মোট ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই অবস্থান করছে ফ্রান্স। আর ২ ম্যাচে ১ পয়েন্ট চারে রয়েছে হাঙ্গেরি। অন্যদিকে ৩ করে পয়েন্ট নিয়ে যথাক্রমে দুইয়ে অবস্থান করছে পর্তুগাল এবং তিনে জার্মানি।