প্রত্যাশা ডেস্ক : মাত্র ১ নম্বরের জন্য ডাক্তারির প্রবেশিকায় উত্তীর্ণ হতে পারেননি। তবে সেই ব্যর্থতা ঢাকা পড়েছে ইতিহাস সৃষ্টিকারী এক সাফল্যে। সম্প্রতি পাকিস্তান পুলিশের প্রথম হিন্দু নারী ডেপুটি সুপার পদে এমনি এক ইতিহাস গড়তে যাচ্ছেন মনীষা রূপেতা। খবর ইন্ডিয়া টাইমসের।
এর আগে ২৬ বছর বয়সী এই নারী সিন্ধু পুলিশে কর্তৃত্বপূর্ণ পদে থাকা কয়েকজন মহিলা অফিসারদের একজন হয়ে ইতিমধ্যেই সবাইকে অবাক করেছেন। মনীষা রূপেতা অভ্যন্তরীণ সিন্ধু প্রদেশের জ্যাকোবাবাদের একটি মধ্যবিত্ত পরিবারের সন্তান। তিনি বিশ্বাস করেন নারীরা অনেক অপরাধের প্রাথমিক লক্ষ্য এবং দেশে সবচেয়ে নিপীড়িত। তিনি গত বছর সিনিয়র অফিসার পদে সিন্ধ পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় পাস করেছিলেন। পরীক্ষায় তিনি ১৫২ সফল প্রার্থীদের মধ্যে ১৬ তম স্থান অধিকার করেছেন। বর্তমানে তিনি প্রশিক্ষণ নিচ্ছেন। প্রশিক্ষণ শেষে লিয়ারিতে ডিএসপি হিসাবে দায়িত্ব পালন করবেন মনীষা। তিনি মনে করেন একজন সিনিয়র পুলিশ অফিসার হিসাবে কাজ করতে পারা নারীর ক্ষমতায়ন ঘটাবে। সেইসঙ্গে সমাজে তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতেও সহায়ক হবে। ডিএসপি হতে পেরে তিনি বলেন, আমি একটি নারীকরণ অভিযানের নেতৃত্ব দিতে চাই এবং পুলিশ বাহিনীতে লিঙ্গ সমতাকে উৎসাহিত করতে চাই। আমি নিজেও সবসময় পুলিশের কাজের প্রতি খুব অনুপ্রাণিত এবং আকৃষ্ট হয়েছি।
পাকিস্তানের প্রথম হিন্দু নারী ডিএসপি মনীষা রূপেতা
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ