ঢাকা ০৫:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫

চোরাই পথে ঈদযাত্রা যেন অন্তিম যাত্রা না হয়: কাদের

  • আপডেট সময় : ০২:০৮:১৮ অপরাহ্ন, বুধবার, ৫ মে ২০২১
  • ১৯৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : লকডাউনের নিষেধ ভেঙে ঈদে ‘চোরাই পথে’ বাড়ির পথে না ছুটতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
নিয়ম না মেনে স্পিডবোটে পদ্মা পার হতে গিয়ে দুর্ঘটনায় দুই ডজন মানুষের মৃত্যুর কথা মনে করিয়ে দিয়ে সবাইকে সতর্ক করেছেন তিনি।
গতকাল বুধবার আওয়ামী লীগের এক ত্রাণ বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, “লকডাউনে অনেকেই চোরাইপথে আসা যাওয়ার সুযোগ নিচ্ছেন, সম্প্রতি পদ্মায় স্পিডবোট ডুবিতে ২৬ জন প্রাণ হারিয়েছেন।”
তিনি বলেন, “সরকারকে ফাঁকি দেওয়া যায় কিন্তু মৃত্যুকে ফাঁকি দেওয়া যায় না। এ ধরনের ঝুঁকি নিলে উৎসবের আগেই মৃত্যুর ট্র্যাজেডি অনিবার্য হয়ে পড়ে, কাজেই এ ধরনের ঝুঁকি নিয়ে চলাচল না করার জন্য সবাইকে অনুরোধ জানাই।”
করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকারের জারি করা লকডাউনের মধ্যে নৌ চলাচলও বন্ধ থাকার কথা। কিন্তু তা না মেনে গত ৩ মে একটি স্পিডবোট শিমুলিয়া থেকে যাত্রী নিয়ে কাঁঠালবাড়ী (পুরাতন ফেরিঘাট) ঘাটের কাছে গিয়ে দুর্ঘটনায় পড়লে ২৬ জনের মৃত্যু হয়।
সংক্রমণ নিয়ন্ত্রণে গতবছর রোজার ঈদের সময়ও লকডাউনের নিষেধ ভেঙে পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহন করতে দেখা গেছে, দুর্ঘটনায় মৃত্যুও হয়েছে সে সময়।
ওবায়দুল কাদের বলেন, “সবাইকে মনে রাখতে হবে, আগে জীবন পরে জীবিকা, তাই উৎসব আনন্দের কি দাম আছে, যদি জীবন থেকেই দুরে সরে যেতে হয়? বেঁচে থাকলে ভবিষ্যতে অনেক উৎসব, আনন্দ করা যাবে। ঈদযাত্রা যেন অন্তিম যাত্রায় পরিণত না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”
বিএনপির সমালোচনা
ঢাকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বিএনপি নেতাদেরও সমালোচনা করেন দলের সাধারণ সম্পাদক কাদের।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পেশা বদলাচ্ছেন শিক্ষকরা

চোরাই পথে ঈদযাত্রা যেন অন্তিম যাত্রা না হয়: কাদের

আপডেট সময় : ০২:০৮:১৮ অপরাহ্ন, বুধবার, ৫ মে ২০২১

নিজস্ব প্রতিবেদক : লকডাউনের নিষেধ ভেঙে ঈদে ‘চোরাই পথে’ বাড়ির পথে না ছুটতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
নিয়ম না মেনে স্পিডবোটে পদ্মা পার হতে গিয়ে দুর্ঘটনায় দুই ডজন মানুষের মৃত্যুর কথা মনে করিয়ে দিয়ে সবাইকে সতর্ক করেছেন তিনি।
গতকাল বুধবার আওয়ামী লীগের এক ত্রাণ বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, “লকডাউনে অনেকেই চোরাইপথে আসা যাওয়ার সুযোগ নিচ্ছেন, সম্প্রতি পদ্মায় স্পিডবোট ডুবিতে ২৬ জন প্রাণ হারিয়েছেন।”
তিনি বলেন, “সরকারকে ফাঁকি দেওয়া যায় কিন্তু মৃত্যুকে ফাঁকি দেওয়া যায় না। এ ধরনের ঝুঁকি নিলে উৎসবের আগেই মৃত্যুর ট্র্যাজেডি অনিবার্য হয়ে পড়ে, কাজেই এ ধরনের ঝুঁকি নিয়ে চলাচল না করার জন্য সবাইকে অনুরোধ জানাই।”
করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকারের জারি করা লকডাউনের মধ্যে নৌ চলাচলও বন্ধ থাকার কথা। কিন্তু তা না মেনে গত ৩ মে একটি স্পিডবোট শিমুলিয়া থেকে যাত্রী নিয়ে কাঁঠালবাড়ী (পুরাতন ফেরিঘাট) ঘাটের কাছে গিয়ে দুর্ঘটনায় পড়লে ২৬ জনের মৃত্যু হয়।
সংক্রমণ নিয়ন্ত্রণে গতবছর রোজার ঈদের সময়ও লকডাউনের নিষেধ ভেঙে পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহন করতে দেখা গেছে, দুর্ঘটনায় মৃত্যুও হয়েছে সে সময়।
ওবায়দুল কাদের বলেন, “সবাইকে মনে রাখতে হবে, আগে জীবন পরে জীবিকা, তাই উৎসব আনন্দের কি দাম আছে, যদি জীবন থেকেই দুরে সরে যেতে হয়? বেঁচে থাকলে ভবিষ্যতে অনেক উৎসব, আনন্দ করা যাবে। ঈদযাত্রা যেন অন্তিম যাত্রায় পরিণত না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”
বিএনপির সমালোচনা
ঢাকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বিএনপি নেতাদেরও সমালোচনা করেন দলের সাধারণ সম্পাদক কাদের।