ঢাকা ০২:১৪ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫

কঠোর নিরাপত্তা ভেঙে ইরাকের পার্লামেন্টে বিক্ষোভকারীরা

  • আপডেট সময় : ০২:৩৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২
  • ৯০ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : কঠোর নিরাপত্তা ভেঙে ইরাকের পার্লামেন্টে প্রবেশ করেছে শত শত বিক্ষোভকারী। দেশটির রাজধানী বাগদাদের উচ্চ সতর্কতা অঞ্চলের নিরাপত্তা ভেঙেই তারা পার্লামেন্ট ভবনে প্রবেশ করেছেন। খবর বিবিসির। দেশটির শিয়া নেতা মুক্তাদা আল-সদরের প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে প্রধানমন্ত্রীর পদে মনোনয়ন দেওয়ার বিরোধিতা করেই তার দলের সমর্থকরা বিক্ষোভ শুরু করেন। গত অক্টোবরের সাধারণ নির্বাচনে অধিকাংশ আসন পেয়েছিল সদরের রাজনৈতিক জোট। কিন্তু রাজনৈতিক অচলাবস্থার কারণে ক্ষমতায় যেতে পারেনি তারা। এদিকে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও জল কামান ছুড়েছে পুলিশ। তবে বিক্ষোভের সময় পার্লামেন্টে কোনো আইনপ্রণেতা উপস্থিত ছিলেন না। একটি নিরাপত্তা সূত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, প্রথমদিকে তারা বিক্ষোভকারীদের বাধা দিতে সক্ষম হলেও পরে তারা পার্লামেন্ট ভবনে ঢুকে পড়েন। পার্লামেন্ট ভবনে ঢুকে বিক্ষোভকারীদের নাচ-গান করতে দেখা গেছে। এমনকি টেবিলের ওপর বিক্ষোভকারীদের শুয়ে থাকতেও দেখা গেছে। এমন পরিস্থিতিতে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী মুস্তফা আল কাদিমি বিক্ষোভকারীদের পার্লামেন্ট ভবন ত্যাগ করার আহ্বান জানিয়েছেন। দেশটিতে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে চরম বিরোধের কারণে নয় মাসেও নতুন সরকার গঠন করা সম্ভব হয়নি। এর মধ্যেই এমন বিক্ষোভের ঘটনা দেখা গেলো।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

কঠোর নিরাপত্তা ভেঙে ইরাকের পার্লামেন্টে বিক্ষোভকারীরা

আপডেট সময় : ০২:৩৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২

প্রত্যাশা ডেস্ক : কঠোর নিরাপত্তা ভেঙে ইরাকের পার্লামেন্টে প্রবেশ করেছে শত শত বিক্ষোভকারী। দেশটির রাজধানী বাগদাদের উচ্চ সতর্কতা অঞ্চলের নিরাপত্তা ভেঙেই তারা পার্লামেন্ট ভবনে প্রবেশ করেছেন। খবর বিবিসির। দেশটির শিয়া নেতা মুক্তাদা আল-সদরের প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে প্রধানমন্ত্রীর পদে মনোনয়ন দেওয়ার বিরোধিতা করেই তার দলের সমর্থকরা বিক্ষোভ শুরু করেন। গত অক্টোবরের সাধারণ নির্বাচনে অধিকাংশ আসন পেয়েছিল সদরের রাজনৈতিক জোট। কিন্তু রাজনৈতিক অচলাবস্থার কারণে ক্ষমতায় যেতে পারেনি তারা। এদিকে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও জল কামান ছুড়েছে পুলিশ। তবে বিক্ষোভের সময় পার্লামেন্টে কোনো আইনপ্রণেতা উপস্থিত ছিলেন না। একটি নিরাপত্তা সূত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, প্রথমদিকে তারা বিক্ষোভকারীদের বাধা দিতে সক্ষম হলেও পরে তারা পার্লামেন্ট ভবনে ঢুকে পড়েন। পার্লামেন্ট ভবনে ঢুকে বিক্ষোভকারীদের নাচ-গান করতে দেখা গেছে। এমনকি টেবিলের ওপর বিক্ষোভকারীদের শুয়ে থাকতেও দেখা গেছে। এমন পরিস্থিতিতে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী মুস্তফা আল কাদিমি বিক্ষোভকারীদের পার্লামেন্ট ভবন ত্যাগ করার আহ্বান জানিয়েছেন। দেশটিতে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে চরম বিরোধের কারণে নয় মাসেও নতুন সরকার গঠন করা সম্ভব হয়নি। এর মধ্যেই এমন বিক্ষোভের ঘটনা দেখা গেলো।