নিজস্ব প্রতিবেদক : সরকার আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সাবেক বিশেষজ্ঞ ড. শহীদ হোসাইনকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৮ জুলাই) তাকে চুক্তিতে সচিব পদমর্যাদায় এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, শহীদ হোসাইনের এ নিয়োগের মেয়াদকাল হবে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা প্রধানমন্ত্রী তাকে যতদিন (সন্তুষ্টি সাপেক্ষে) বহাল রাখবেন ততদিন। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, এ নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তি দ্বারা নির্ধারিত হবে।