ঢাকা ০৫:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫

ছুরিকাঘাতে ছিদ্র হয়ে যায় বুলবুলের হার্ট, রক্তক্ষরণে মৃত্যু

  • আপডেট সময় : ০২:১৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২
  • ১১০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : ছুরিকাঘাতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী বুলবুল আহমদের হার্ট ছিদ্র হয়ে গিয়েছিল। বুলবুলের মরদেহের ময়নাতদন্তে এ তথ্য জানা গেছে। গতকাল বৃহস্পতিবার বিষয়টি জানান মরদেহের ময়নাতদন্তকারী ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান ডা. শামসুল ইসলাম। সোমবার (২৫ জুলাই) সন্ধ্যায় বান্ধবীকে নিয়ে ঘুরতে গিয়ে শাবিপ্রবি ক্যাম্পাস সংলগ্ন শাহ গাজিকালুর টিলায় ছুরিকাঘাতে আহত হন বুলবুল আহমেদ (২২)। খবর পেয়ে সহপাঠীরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেন। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মঙ্গলবার (২৬ জুলাই) ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে বুলবুলের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। বুধবার (২৭ জুলাই) ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদন পুলিশের কাছে হস্তান্তর করেন চিকিৎসকরা। বৃহস্পতিবার এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান ডা. শামসুল ইসলাম বলেন, ‘বুলবুলের শরীরে চারটি ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। এরমধ্যে পেট, বুক ও উরুর আঘাত গুরুতর। বুকে ছুরিকাঘাতের ফলে তার হার্ট ছিদ্র হয়ে যায়। এছাড়া হাতে আরেকটি আঘাত থাকলেও তা তেমন গুরুতর নয়। অতিরিক্ত রক্তক্ষরণেই বুলবুলের মৃত্যু হয়েছে।’
বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন বুলবুল আহমেদ। তাকে খুনের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মুহাম্মদ ইশফাকুল হোসেন বাদী হয়ে জালালাবাদ থানায় একটি মামলা করেন। এরপর সন্দেহভাজন তিনজনকে আটক করে পুলিশ।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছুরিকাঘাতে ছিদ্র হয়ে যায় বুলবুলের হার্ট, রক্তক্ষরণে মৃত্যু

আপডেট সময় : ০২:১৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২

নিজস্ব প্রতিবেদক : ছুরিকাঘাতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী বুলবুল আহমদের হার্ট ছিদ্র হয়ে গিয়েছিল। বুলবুলের মরদেহের ময়নাতদন্তে এ তথ্য জানা গেছে। গতকাল বৃহস্পতিবার বিষয়টি জানান মরদেহের ময়নাতদন্তকারী ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান ডা. শামসুল ইসলাম। সোমবার (২৫ জুলাই) সন্ধ্যায় বান্ধবীকে নিয়ে ঘুরতে গিয়ে শাবিপ্রবি ক্যাম্পাস সংলগ্ন শাহ গাজিকালুর টিলায় ছুরিকাঘাতে আহত হন বুলবুল আহমেদ (২২)। খবর পেয়ে সহপাঠীরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেন। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মঙ্গলবার (২৬ জুলাই) ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে বুলবুলের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। বুধবার (২৭ জুলাই) ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদন পুলিশের কাছে হস্তান্তর করেন চিকিৎসকরা। বৃহস্পতিবার এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান ডা. শামসুল ইসলাম বলেন, ‘বুলবুলের শরীরে চারটি ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। এরমধ্যে পেট, বুক ও উরুর আঘাত গুরুতর। বুকে ছুরিকাঘাতের ফলে তার হার্ট ছিদ্র হয়ে যায়। এছাড়া হাতে আরেকটি আঘাত থাকলেও তা তেমন গুরুতর নয়। অতিরিক্ত রক্তক্ষরণেই বুলবুলের মৃত্যু হয়েছে।’
বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন বুলবুল আহমেদ। তাকে খুনের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মুহাম্মদ ইশফাকুল হোসেন বাদী হয়ে জালালাবাদ থানায় একটি মামলা করেন। এরপর সন্দেহভাজন তিনজনকে আটক করে পুলিশ।