নিজস্ব প্রতিবেদক : ২০১৮-১৯ অর্থবছরে সর্বোচ্চ রপ্তানি আয়ের ভিত্তিতে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফি’র জন্য নির্বাচিত হয়েছে প্রাণসহ ৭২টি প্রতিষ্ঠান। মঙ্গলবার (২৬ জুলাই) রাতে বাণিজ্য মন্ত্রণালয়ের একটি সূত্রে এ তথ্য জানা গেছে।
সর্বোচ্চ রপ্তানি আয়ের ভিত্তিতে এ বছর সেরা রপ্তানিকারক প্রতিষ্ঠানের পুরস্কার পাচ্ছে রিফাত গার্মেন্টস লিমিটেড। এবার তৈরি পোশাক (ওভেন) খাতে স্বর্ণপদক পাচ্ছে রিফাত গার্মেন্টস লিমিটেড, রৌপ্যপদক পাচ্ছে এ কে এম নিটওয়্যার লিমিটেড এবং ব্রোঞ্জপদক পাচ্ছে অনন্ত এ্যাপারেলস লিমিটেড। তৈরি পোশাক (নিটওয়্যার) খাতে স্বর্ণপদক পাচ্ছে জি এম এস কম্পোজিট নিটিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড, রৌপ্যপদক পাচ্ছে স্কয়ার ফ্যাশনস এবং ব্রোঞ্জপদক পাচ্ছে ফোর এইচ ফ্যাশনস্ লিমিটেড। এছাড়া সব ধরনের সুতা খাতে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পাচ্ছে যথাক্রমে বাদশা টেক্সটাইল লিমিটেড, কামাল ইয়ার্ন লিমিটেড ও নাইস কটন লিমিটেড। অন্যদিকে, টেক্সটাইল ফেব্রিকস খাতে স্বর্ণপদক পাচ্ছে এনভয় টেক্সটাইল লিমিটেড। এ খাতে রৌপ্যপদক পাচ্ছে আকিজ টেক্সটাইল মিলস লিমিটেড ও ব্রোঞ্জ পাচ্ছে নাইস ডেনিম মিলস লিমিটেড। হোম ও বিশেষায়িত টেক্সটাইল পণ্য খাতে স্বর্ণপদক পাচ্ছে জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিকস লিমিটেড। টেরিটাওয়েল খাতে স্বর্ণপদক পাচ্ছে নোমান টেরিটাওয়েল মিলস লিমিটেড।
জাতীয় রপ্তানি ট্রফি পাচ্ছে প্রাণসহ ৭২ প্রতিষ্ঠান
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ