ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬

হাত দিয়ে মিনিটে ১৪৮টি নারকেল ভেঙে রেকর্ড

  • আপডেট সময় : ১১:০৭:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৭ জুলাই ২০২২
  • ১৫৩ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : গ্রামের মেলা কিংবা সার্কাসে হরহামেশা হাত দিয়ে নারকেল ভাঙতে দেখা যায়। দর্শকদের আনন্দ দিতে সার্কাসের লোকেরা ওই খেলা দেখান। তবে সেসব জায়গায় একসঙ্গে সর্বোচ্চ কয়টি নারকেল ভাঙতে দেখেছেন? দুটি, পাঁচটি, দশটি; কিন্তু কেউ যদি টানা ১৪৮টি নারকেল হাত দিয়ে ভাঙেন, তা দেখে নিশ্চয়ই অবাক হবেন। অবিশ্বাস্য এ কাজটি করে দেখিয়েছেন জার্মানির এক ব্যক্তি। তা-ও মাত্র এক মিনিট সময়ে। এ জন্য তাঁর নাম উঠেছে রেকর্ডের খাতায়।
ওই ব্যক্তির নাম মুহামেদ কাহরিমানোভিক। তবে হাত দিয়ে শক্ত জিনিস একের পর এক ভেঙে ফেলার বিশেষ এ গুণের কারণে অনেকেই তাঁকে ‘হ্যামার হ্যান্ড’ বলে ডাকেন। মার্কিন সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনাল (ইউপিআই) গত সোমবার তাঁকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়, এক মিনিট সময়ে হাত দিয়ে পরপর ১৪৮টি নারকেল ভাঙার জন্য মুহামেদের নাম গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে উঠেছে। তাঁর আগে আর কেউ এই অসাধ্য সাধন করতে পারেননি। তবে এবারই প্রথম নয়, এর আগে আরও পাঁচবার এক মিনিটে এক হাতে নারকেল ভেঙে রেকর্ড গড়েছেন মুহামেদ। এবার নিজের রেকর্ড নিজেই ভেঙেছেন তিনি। একই সময়ে সর্বোচ্চ ১৪৮টি নারকেল ভেঙেছেন তিনি। সর্বশেষ রেকর্ড গড়ার জন্য মুহামেদ ইতালির জনপ্রিয় টিভি সিরিজ লো শো দেই রেকর্ডে অংশ নেন। দেশটির মিলানে এ জন্য সেট নির্মাণ করা হয়েছিল। সেখানে দর্শক, আয়োজক ও গিনেস কর্তৃপক্ষের সামনে তিনি এই রেকর্ড গড়েন। গিনেস কর্তৃপক্ষ জানায়, রেকর্ড গড়ার জন্য নারকেল ভাঙতে দুই হাত ব্যবহারের অনুমতি ছিল মুহামেদের। তবে শর্ত ছিল, তিনি একটি নারকেল এক হাত ব্যবহার করে ভাঙতে পারবেন। একটি নারকেল ভাঙতে একসঙ্গে দুটি হাত ব্যবহার করা যাবে না। মুহামেদ শুরুতে বাঁ হাত দিয়ে নারকেল ভাঙতে শুরু করেন। একপর্যায়ে এ কাজে তিনি তাঁর ডান হাতও ব্যবহার করেন। তবে একটি নারকেল ভাঙতে তিনি একসঙ্গে দুটি হাত ব্যবহার করেননি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

হাত দিয়ে মিনিটে ১৪৮টি নারকেল ভেঙে রেকর্ড

আপডেট সময় : ১১:০৭:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৭ জুলাই ২০২২

প্রত্যাশা ডেস্ক : গ্রামের মেলা কিংবা সার্কাসে হরহামেশা হাত দিয়ে নারকেল ভাঙতে দেখা যায়। দর্শকদের আনন্দ দিতে সার্কাসের লোকেরা ওই খেলা দেখান। তবে সেসব জায়গায় একসঙ্গে সর্বোচ্চ কয়টি নারকেল ভাঙতে দেখেছেন? দুটি, পাঁচটি, দশটি; কিন্তু কেউ যদি টানা ১৪৮টি নারকেল হাত দিয়ে ভাঙেন, তা দেখে নিশ্চয়ই অবাক হবেন। অবিশ্বাস্য এ কাজটি করে দেখিয়েছেন জার্মানির এক ব্যক্তি। তা-ও মাত্র এক মিনিট সময়ে। এ জন্য তাঁর নাম উঠেছে রেকর্ডের খাতায়।
ওই ব্যক্তির নাম মুহামেদ কাহরিমানোভিক। তবে হাত দিয়ে শক্ত জিনিস একের পর এক ভেঙে ফেলার বিশেষ এ গুণের কারণে অনেকেই তাঁকে ‘হ্যামার হ্যান্ড’ বলে ডাকেন। মার্কিন সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনাল (ইউপিআই) গত সোমবার তাঁকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়, এক মিনিট সময়ে হাত দিয়ে পরপর ১৪৮টি নারকেল ভাঙার জন্য মুহামেদের নাম গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে উঠেছে। তাঁর আগে আর কেউ এই অসাধ্য সাধন করতে পারেননি। তবে এবারই প্রথম নয়, এর আগে আরও পাঁচবার এক মিনিটে এক হাতে নারকেল ভেঙে রেকর্ড গড়েছেন মুহামেদ। এবার নিজের রেকর্ড নিজেই ভেঙেছেন তিনি। একই সময়ে সর্বোচ্চ ১৪৮টি নারকেল ভেঙেছেন তিনি। সর্বশেষ রেকর্ড গড়ার জন্য মুহামেদ ইতালির জনপ্রিয় টিভি সিরিজ লো শো দেই রেকর্ডে অংশ নেন। দেশটির মিলানে এ জন্য সেট নির্মাণ করা হয়েছিল। সেখানে দর্শক, আয়োজক ও গিনেস কর্তৃপক্ষের সামনে তিনি এই রেকর্ড গড়েন। গিনেস কর্তৃপক্ষ জানায়, রেকর্ড গড়ার জন্য নারকেল ভাঙতে দুই হাত ব্যবহারের অনুমতি ছিল মুহামেদের। তবে শর্ত ছিল, তিনি একটি নারকেল এক হাত ব্যবহার করে ভাঙতে পারবেন। একটি নারকেল ভাঙতে একসঙ্গে দুটি হাত ব্যবহার করা যাবে না। মুহামেদ শুরুতে বাঁ হাত দিয়ে নারকেল ভাঙতে শুরু করেন। একপর্যায়ে এ কাজে তিনি তাঁর ডান হাতও ব্যবহার করেন। তবে একটি নারকেল ভাঙতে তিনি একসঙ্গে দুটি হাত ব্যবহার করেননি।