ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

কঙ্গোতে জাতিসংঘের শান্তিরক্ষীদের গুলিতে নিহত ৫

  • আপডেট সময় : ০১:২০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২
  • ৮১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : আফ্রিকার দেশ কঙ্গোর গোমা শহরে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর সদস্যদের গুলিতে পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া, আরও ৫০ জন বিক্ষোভকারী আহত হয়েছেন। আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বার্তাসংস্থা রয়টার্স একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানায়, জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর গুলিতে অন্তত দুই বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে। এছাড়া, বার্তা সংস্থা এএফপির সাংবাদিক শান্তিরক্ষা বাহিনীকে এক বিক্ষোভকারীকে গুলি করতে দেখেছেন বলে জানিয়েছেন। বিক্ষোভকারীরা শান্তিরক্ষা মিশনের স্থানীয় সদর দপ্তর ও একটি লজিস্টিক ঘাটিতে বিক্ষোভের চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। বার্তা সংস্থা এএফপির সাংবাদিক জানায়, গত সোমবার গোমায় অবস্থিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সদর দপ্তরের সামনে কয়েক শত মানুষ রাস্তা বন্ধ করে শান্তিরক্ষীদের কার্যক্রম বন্ধ করতে স্লোগান দিতে থাকে। ওই সাংবাদিকের মতে, বিক্ষোভকারীরা পরে সদর দপ্তরের জানালা ভাঙচুরের পাশাপাশি কম্পিউটার, ফার্নিচারসহ অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিস চুরি করে বিক্ষোভকারীরা। সেসময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ছোঁড়ে শান্তিরক্ষার সদস্যরা। ওই অঞ্চলে বিভিন্ন সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে চলমান সংঘাত নিরসনের লক্ষ্যে মনুস্কো ২০১০ সালের জুলাই জাতিসংঘের মনুস্কো প্রতিষ্ঠিত হয়। এটি ১৯২৫ সালের নিরাপত্তা পরিষদের রেজল্যুশন অনুসারে করা হয়েছিল। জাতিসংঘের ওই অঞ্চলে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর কার্যক্রম বন্ধে ব্যর্থতার জন্য তাদের কার্যক্রম গুটাতে আন্দোলন করছে বিক্ষোভকারীরা। ওই অঞ্চলে ১২০টির বেশি সন্ত্রাসী গোষ্ঠী রয়েছে। তাদের নৃশংস কর্মকা-ের কারণে লাখো বেসামরিক নাগরিকরা বাস্তুচ্যুতের পাশাপাশি বেসামরিক নাগরিকদের হত্যার ঘটনা খুবই সাধারণ।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

কঙ্গোতে জাতিসংঘের শান্তিরক্ষীদের গুলিতে নিহত ৫

আপডেট সময় : ০১:২০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : আফ্রিকার দেশ কঙ্গোর গোমা শহরে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর সদস্যদের গুলিতে পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া, আরও ৫০ জন বিক্ষোভকারী আহত হয়েছেন। আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বার্তাসংস্থা রয়টার্স একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানায়, জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর গুলিতে অন্তত দুই বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে। এছাড়া, বার্তা সংস্থা এএফপির সাংবাদিক শান্তিরক্ষা বাহিনীকে এক বিক্ষোভকারীকে গুলি করতে দেখেছেন বলে জানিয়েছেন। বিক্ষোভকারীরা শান্তিরক্ষা মিশনের স্থানীয় সদর দপ্তর ও একটি লজিস্টিক ঘাটিতে বিক্ষোভের চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। বার্তা সংস্থা এএফপির সাংবাদিক জানায়, গত সোমবার গোমায় অবস্থিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সদর দপ্তরের সামনে কয়েক শত মানুষ রাস্তা বন্ধ করে শান্তিরক্ষীদের কার্যক্রম বন্ধ করতে স্লোগান দিতে থাকে। ওই সাংবাদিকের মতে, বিক্ষোভকারীরা পরে সদর দপ্তরের জানালা ভাঙচুরের পাশাপাশি কম্পিউটার, ফার্নিচারসহ অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিস চুরি করে বিক্ষোভকারীরা। সেসময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ছোঁড়ে শান্তিরক্ষার সদস্যরা। ওই অঞ্চলে বিভিন্ন সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে চলমান সংঘাত নিরসনের লক্ষ্যে মনুস্কো ২০১০ সালের জুলাই জাতিসংঘের মনুস্কো প্রতিষ্ঠিত হয়। এটি ১৯২৫ সালের নিরাপত্তা পরিষদের রেজল্যুশন অনুসারে করা হয়েছিল। জাতিসংঘের ওই অঞ্চলে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর কার্যক্রম বন্ধে ব্যর্থতার জন্য তাদের কার্যক্রম গুটাতে আন্দোলন করছে বিক্ষোভকারীরা। ওই অঞ্চলে ১২০টির বেশি সন্ত্রাসী গোষ্ঠী রয়েছে। তাদের নৃশংস কর্মকা-ের কারণে লাখো বেসামরিক নাগরিকরা বাস্তুচ্যুতের পাশাপাশি বেসামরিক নাগরিকদের হত্যার ঘটনা খুবই সাধারণ।