ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫

নামাজরত অবস্থায় ফ্যান মাথায় পড়ে শিক্ষকের মৃত্যু

  • আপডেট সময় : ১২:০২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২
  • ৯৮ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের সলঙ্গায় সিলিং ফ্যান মাথার ওপর পড়ে সামিনুল ইসলাম (৫০) নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে ফজরের নামাজরত অবস্থায় সিলিং ফ্যান পড়ে ওই শিক্ষকের মৃত্যু হয়। নিহত শিক্ষক সামিনুল ইসলাম সলঙ্গা থানার নলকা ইউনিয়নের চক দাদরপাড়া গ্রামের মৃত আজিজুল হকের ছেলে ও স্থানীয় ইডিএন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। নিহতের চাচাতো ভাই মাসুদ রানা জানান, নিজ ঘরে ফজরের নামাজ পড়া অবস্থায় হঠাৎ করে সিলিং ফ্যান মাথার ওপর পড়লে তিনি গুরুতর আহত হন। পরিবারের লোকজন হাসপাতালে নেওয়ার প্রস্তুতির সময় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করে ইডিএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, মাথায় ফ্যান পড়ে শিক্ষক সামিনুল ইসলামের মৃত্যু হয়েছে। বাদ জোহর নামাজের পর নিজ প্রতিষ্ঠানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, ঘটনাটি শুনেছি। তবে এ বিষয়ে কেউ অভিযোগ করেননি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

নামাজরত অবস্থায় ফ্যান মাথায় পড়ে শিক্ষকের মৃত্যু

আপডেট সময় : ১২:০২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের সলঙ্গায় সিলিং ফ্যান মাথার ওপর পড়ে সামিনুল ইসলাম (৫০) নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে ফজরের নামাজরত অবস্থায় সিলিং ফ্যান পড়ে ওই শিক্ষকের মৃত্যু হয়। নিহত শিক্ষক সামিনুল ইসলাম সলঙ্গা থানার নলকা ইউনিয়নের চক দাদরপাড়া গ্রামের মৃত আজিজুল হকের ছেলে ও স্থানীয় ইডিএন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। নিহতের চাচাতো ভাই মাসুদ রানা জানান, নিজ ঘরে ফজরের নামাজ পড়া অবস্থায় হঠাৎ করে সিলিং ফ্যান মাথার ওপর পড়লে তিনি গুরুতর আহত হন। পরিবারের লোকজন হাসপাতালে নেওয়ার প্রস্তুতির সময় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করে ইডিএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, মাথায় ফ্যান পড়ে শিক্ষক সামিনুল ইসলামের মৃত্যু হয়েছে। বাদ জোহর নামাজের পর নিজ প্রতিষ্ঠানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, ঘটনাটি শুনেছি। তবে এ বিষয়ে কেউ অভিযোগ করেননি।