ঢাকা ০৫:০০ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫

সাদা বলের নিউ জিল্যান্ড দলে ফিরলেন উইলিয়ামসন-বোল্ট

  • আপডেট সময় : ১০:১৭:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৫ জুলাই ২০২২
  • ৮৪ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য পূর্ণ শক্তির দল সাজিয়েছে নিউ জিল্যান্ড। লম্বা সময় পর সাদা বলের দলে ফিরেছেন কেন উইলিয়ামসন, ট্রেন্ট বোল্ট, টিম সাউদি ও ডেভন কনওয়ে। আগামী মাসে ক্যারিবিয়ানে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলবে নিউ জিল্যান্ড। ১১ দিনের মধ্যে ৬ ম্যাচের ঠাসা সূচি মাথায় রেখে দুই সিরিজের জন্য ১৫ সদস্যের একটি দলই রোববার ঘোষণা করে নিউ জিল্যান্ড ক্রিকেট। দলে ফেরার পাশাপাশি নেতৃত্বে ফিরছেন উইলিয়ামসন। দুই ব্যাটসম্যান উইলিয়ামসন ও কনওয়ে সবশেষ নিউ জিল্যান্ডের হয়ে সাদা বলে খেলেছেন গত টি-টোয়েন্টি বিশ্বকাপে। ওই টুর্নামেন্টের পর নভেম্বরে ভারত সফরে সবশেষ রঙিন পোশাকে খেলেছেন পেসার বোল্ট ও সাউদি। ২০১৪ সালের পর এই প্রথম ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে নিউ জিল্যান্ড। অক্টোবরে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ হবে এই সংস্করণের ম্যাচগুলো। ওয়ানডে সিরিজটি আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ। দুই ভাগে জ্যামাইকায় যাবে নিউ জিল্যান্ড দল। কিছু খেলোয়াড় যাবে নেদারল্যান্ডসে টি-টোয়েন্টি সিরিজ শেষ করে। বাকিরা উড়াল দেবে দেশ থেকে। ১০ অগাস্ট কিংসটনে টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে সিরিজ।
নিউ জিল্যান্ড দল : কেন উইলিয়ামসন (অধিনায়ক), ফিন অ্যালেন, ট্রেন্ট বোল্ট, মাইকেল ব্রেসওয়েল, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, জেমস নিশাম, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

গভীর সংস্কার না করলে স্বৈরাচার ফিরে আসবে

সাদা বলের নিউ জিল্যান্ড দলে ফিরলেন উইলিয়ামসন-বোল্ট

আপডেট সময় : ১০:১৭:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৫ জুলাই ২০২২

ক্রীড়া ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য পূর্ণ শক্তির দল সাজিয়েছে নিউ জিল্যান্ড। লম্বা সময় পর সাদা বলের দলে ফিরেছেন কেন উইলিয়ামসন, ট্রেন্ট বোল্ট, টিম সাউদি ও ডেভন কনওয়ে। আগামী মাসে ক্যারিবিয়ানে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলবে নিউ জিল্যান্ড। ১১ দিনের মধ্যে ৬ ম্যাচের ঠাসা সূচি মাথায় রেখে দুই সিরিজের জন্য ১৫ সদস্যের একটি দলই রোববার ঘোষণা করে নিউ জিল্যান্ড ক্রিকেট। দলে ফেরার পাশাপাশি নেতৃত্বে ফিরছেন উইলিয়ামসন। দুই ব্যাটসম্যান উইলিয়ামসন ও কনওয়ে সবশেষ নিউ জিল্যান্ডের হয়ে সাদা বলে খেলেছেন গত টি-টোয়েন্টি বিশ্বকাপে। ওই টুর্নামেন্টের পর নভেম্বরে ভারত সফরে সবশেষ রঙিন পোশাকে খেলেছেন পেসার বোল্ট ও সাউদি। ২০১৪ সালের পর এই প্রথম ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে নিউ জিল্যান্ড। অক্টোবরে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ হবে এই সংস্করণের ম্যাচগুলো। ওয়ানডে সিরিজটি আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ। দুই ভাগে জ্যামাইকায় যাবে নিউ জিল্যান্ড দল। কিছু খেলোয়াড় যাবে নেদারল্যান্ডসে টি-টোয়েন্টি সিরিজ শেষ করে। বাকিরা উড়াল দেবে দেশ থেকে। ১০ অগাস্ট কিংসটনে টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে সিরিজ।
নিউ জিল্যান্ড দল : কেন উইলিয়ামসন (অধিনায়ক), ফিন অ্যালেন, ট্রেন্ট বোল্ট, মাইকেল ব্রেসওয়েল, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, জেমস নিশাম, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি।