ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬

কিয়েভে শীর্ষ মার্কিন প্রতিনিধি দল

  • আপডেট সময় : ১২:৩৪:১২ অপরাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২
  • ১৩৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : চলমান যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে সমর্থন অব্যাহত রাখার ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন কংগ্রেসের একটি শীর্ষ প্রতিনিধি দল। ইউক্রেনীয় বন্দর নগরী ওডেসায় রুশ ক্ষেপণাস্ত্র হামলার মধ্যেই প্রতিনিধি দলটি গত শনিবার কিয়েভ সফরে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করে প্রতিশ্রুতি দেন। গতকাল রোববার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। কংগ্রেসের এই প্রতিনিধিদলের মধ্যে ছিলেন হাউস আর্মড সার্ভিসেস কমিটির চেয়ারম্যান এডাম স্মিথ। কিয়েভে সফর করা তিনিই সবশেষ শীর্ষ পর্যায়ের কোনও মার্কিন প্রতিনিধি। জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ শেষে প্রতিনিধি দলটি বিবৃতিতে জানিয়েছে, ‘মিত্র দেশ এবং অংশীদারদের সঙ্গে নিয়ে অর্থনৈতিক, সামরিক এবং মানবিক সহায়তা নিয়ে ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র’। এতে আরও বলা হয়েছে, সহায়তা অব্যাহত থাকবে প্রেসিডেন্ট জেলেনস্কি ও ইউক্রেনের সাহসী জনগণের জন্য। রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্র প্রথম থেকেই কিয়েভকে আধুনিক অস্ত্র দিয়ে সহায়তায় করে আসছে। তবে ওয়াশিংটনের এমন পদক্ষেপ চলমান পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলে অভিযোগ ক্রেমলিনের।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

কিয়েভে শীর্ষ মার্কিন প্রতিনিধি দল

আপডেট সময় : ১২:৩৪:১২ অপরাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : চলমান যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে সমর্থন অব্যাহত রাখার ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন কংগ্রেসের একটি শীর্ষ প্রতিনিধি দল। ইউক্রেনীয় বন্দর নগরী ওডেসায় রুশ ক্ষেপণাস্ত্র হামলার মধ্যেই প্রতিনিধি দলটি গত শনিবার কিয়েভ সফরে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করে প্রতিশ্রুতি দেন। গতকাল রোববার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। কংগ্রেসের এই প্রতিনিধিদলের মধ্যে ছিলেন হাউস আর্মড সার্ভিসেস কমিটির চেয়ারম্যান এডাম স্মিথ। কিয়েভে সফর করা তিনিই সবশেষ শীর্ষ পর্যায়ের কোনও মার্কিন প্রতিনিধি। জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ শেষে প্রতিনিধি দলটি বিবৃতিতে জানিয়েছে, ‘মিত্র দেশ এবং অংশীদারদের সঙ্গে নিয়ে অর্থনৈতিক, সামরিক এবং মানবিক সহায়তা নিয়ে ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র’। এতে আরও বলা হয়েছে, সহায়তা অব্যাহত থাকবে প্রেসিডেন্ট জেলেনস্কি ও ইউক্রেনের সাহসী জনগণের জন্য। রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্র প্রথম থেকেই কিয়েভকে আধুনিক অস্ত্র দিয়ে সহায়তায় করে আসছে। তবে ওয়াশিংটনের এমন পদক্ষেপ চলমান পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলে অভিযোগ ক্রেমলিনের।