ঢাকা ০৯:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬

সোলেইমানি হত্যার বদলা পরম দায়িত্ব: ইরান

  • আপডেট সময় : ০১:৪৩:৪২ অপরাহ্ন, শনিবার, ২৩ জুলাই ২০২২
  • ১৪৭ বার পড়া হয়েছে

বিদেশের খবর ডেস্ক : ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) কুদস ফোর্সের কমান্ডার কাসেম সোলেইমানি হত্যার বদলা নেয়া পরম দায়িত্ব বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আবদুল্লাহিয়ান।
স্থানীয় সময় বৃহস্পতিবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির নেতৃত্বাধীন প্রশাসনের পররাষ্ট্রনীতির বিষয়ে বলতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। ইরানের শীর্ষ কূটনীতিক বলেন, ‘ জেনারেল সোলেইমানির বিষয়টি কখনও ভুলে যাওয়ার নয়। বিষয়টি এত গভীর যে, ইরানের ইসলামি বিপ্লবের নেতা (আয়াতুল্লাহ খামেনি) এবং প্রেসিডেন্টের সঙ্গে বৈঠককালে পুতিন (রাশিয়ার প্রেসিডেন্ট) পর্যন্ত জেনারেল সোলেইমানির গুরুত্বপূর্ণ অবস্থান এবং ভূমিকার কথা সামনে এনেছেন।’ আমির-আবদুল্লাহিয়ান বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি কমিটি এবং বিচার বিভাগের সংশ্লিষ্ট শাখা সোলেইমানি হত্যার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে। সোলেইমানি হত্যার বদলার বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা শহীদ সোলেইমানির রক্তের বদলা নেয়াকে আইনি, আন্তর্জাতিক এবং রাজনৈতিক দিক থেকে পরম দায়িত্ব মনে করি।’ প্রসঙ্গত, ইরাকে ২০২০ সালের ৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় নিহত হন ইরানের দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি হিসেবে পরিচিত সোলেইমানি। ওই সময় তার সঙ্গে থাকা ইরাকের পপুলার মবিলাইজেশন ইউনিটের (পিএমইউ) সেকেন্ড-ইন-কমান্ড আবু মাহদি আল-মুহান্দিসসহ কয়েকজন নিহত হন। বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ওই হামলায় অনুমোদন ছিল যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

সোলেইমানি হত্যার বদলা পরম দায়িত্ব: ইরান

আপডেট সময় : ০১:৪৩:৪২ অপরাহ্ন, শনিবার, ২৩ জুলাই ২০২২

বিদেশের খবর ডেস্ক : ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) কুদস ফোর্সের কমান্ডার কাসেম সোলেইমানি হত্যার বদলা নেয়া পরম দায়িত্ব বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আবদুল্লাহিয়ান।
স্থানীয় সময় বৃহস্পতিবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির নেতৃত্বাধীন প্রশাসনের পররাষ্ট্রনীতির বিষয়ে বলতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। ইরানের শীর্ষ কূটনীতিক বলেন, ‘ জেনারেল সোলেইমানির বিষয়টি কখনও ভুলে যাওয়ার নয়। বিষয়টি এত গভীর যে, ইরানের ইসলামি বিপ্লবের নেতা (আয়াতুল্লাহ খামেনি) এবং প্রেসিডেন্টের সঙ্গে বৈঠককালে পুতিন (রাশিয়ার প্রেসিডেন্ট) পর্যন্ত জেনারেল সোলেইমানির গুরুত্বপূর্ণ অবস্থান এবং ভূমিকার কথা সামনে এনেছেন।’ আমির-আবদুল্লাহিয়ান বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি কমিটি এবং বিচার বিভাগের সংশ্লিষ্ট শাখা সোলেইমানি হত্যার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে। সোলেইমানি হত্যার বদলার বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা শহীদ সোলেইমানির রক্তের বদলা নেয়াকে আইনি, আন্তর্জাতিক এবং রাজনৈতিক দিক থেকে পরম দায়িত্ব মনে করি।’ প্রসঙ্গত, ইরাকে ২০২০ সালের ৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় নিহত হন ইরানের দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি হিসেবে পরিচিত সোলেইমানি। ওই সময় তার সঙ্গে থাকা ইরাকের পপুলার মবিলাইজেশন ইউনিটের (পিএমইউ) সেকেন্ড-ইন-কমান্ড আবু মাহদি আল-মুহান্দিসসহ কয়েকজন নিহত হন। বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ওই হামলায় অনুমোদন ছিল যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের।