নিজস্ব প্রতিবেদক : গণতন্ত্র ছাড়া ধর্মনিরপেক্ষতা সম্ভব নয় বলে মনে করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও সাবেক সচিব ড. আকবর আলি খান। বলেন, ‘গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে। বাংলাদেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে তাও করতে হবে গণতন্ত্রের মাধ্যমে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক এমাজউদ্দীন আহমদের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় একথা বলেন ড. আকবর আলী খান। জাতীয় প্রেস ক্লাবে এমাজউদ্দীন আহমেদ রিসার্চ সেন্টার গতকাল শনিবার এ অনুষ্ঠানের আয়োজন করে। আকবর আলি খান বলেন, ‘গণতন্ত্রই বাংলাদেশের মূল স্তম্ভ। বাংলাদেশের ইতিহাসের অভ্যন্তরে রয়েছে গণতন্ত্র। গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে।’
‘প্রাচীনযুগের শাসক গোপাল সিংহাসন আরোহণ করেছিলেন গণতান্ত্রিক ভোটপদ্ধতির মাধ্যমে। পাল যুগে বৌদ্ধরাও শাসনব্যবস্থা পরিচালনায় গণতান্ত্রিক পদ্ধতি ব্যবহার করতেন’—বলেন এই বিশিষ্ট লেখক ও চিন্তক। ঢাবির সাবেক উপাচার্য ও রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক এমাজউদ্দীন আহমদের ওপর বলতে গিয়ে আকবার আলি খান বলেন, ‘এমাজউদ্দীন আহমদ তাঁর লেখার মাধ্যমে, কর্মের মাধ্যমে গণতন্ত্রের জন্য কাজ চার দশক ধরে কাজ করেছেন।’
এমাজউদ্দীন আহমদের ওপর আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লুৎফর রহমান, রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল লতিফ মাসুম। অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘এমাজউদ্দীন আহমদ লিখেছেন মানুষের জন্য, গণতন্ত্রের জন্য, ভোটাধিকারের জন্য। স্বাধীনতা যুদ্ধ যারা করেছেন তারা দুইটি কারণে করেছিন—একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র ও অপরটি গণতন্ত্র প্রতিষ্ঠা।’
এমাজউদ্দীন আহমেদ রিসার্চ সেন্টারকে প্রকৃত গবেষণা কেন্দ্রের রূপ দেওয়ার বিষয়ে জোর দেন অধ্যাপক ড. মাহবুব উল্লাহ। বলেন, ‘এই প্রতিষ্ঠানকে প্রকৃত গবেষণা কেন্দ্রে রূপ দিয়ে স্থায়ী গবেষক রেখে কর্মপরিকল্পনা করতে হবে।’
এমাজউদ্দীন আহমেদ রিসার্চ সেন্টারের সভাপতি অধ্যাপক আবদুল লতিফ মাসুম বলেন, ‘এমাহউদ্দিন আহমদ ছিলেন জনগণের বুদ্ধিজীবী। এরশাদ বিরোধী আন্দোলন থেকে এক-এগারোর সরকারের সময়ও গণতন্ত্রের পক্ষে কথা বলেছেন এই রাষ্ট্রবিজ্ঞানী।’
গণতন্ত্রই বাংলাদেশের মূল স্তম্ভ: আকবর আলি খান
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ