ঢাকা ০৮:০০ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬

আগামীকাল রাষ্ট্রপতি পদে শপথ নেবেন দ্রৌপদী মুর্মু

  • আপডেট সময় : ১১:৪৩:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৩ জুলাই ২০২২
  • ১৫২ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : ভারতের প্রথম ক্ষুদ্র নৃ-গোষ্ঠী থেকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া দ্রৌপদী মুর্মু আগামীকাল ২৫ জুলাই শপথ নেবেন বলে জানা গেছে। তার শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি। জানা গেছে, স্থানীয় সময় সকাল ১০টা ১৪ মিনিটে ভারতের রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন দ্রৌপদী মুর্মু। এরপর ১০টা ২৩ মিনিটে নতুন রাষ্ট্রপতি বক্তব্য রাখবেন। দেশটির রাষ্ট্রপতির সচিবালয়ের তরফে শপথগ্রহণ অনুষ্ঠানের এসব কর্মসূচি জানানো হয়েছে।
এর আগে ইতিহাস গড়ে ভারতের পঞ্চদশ রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর দ্রৌপদী মুর্মুকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে করা এক পোস্টে মোদী লিখেন- ‘ইতিহাস রচিত হলো ভারতে। এই জয়ের জন্য তাকে অনেক অভিনন্দন।’
বিজেপি মনোনীত রাষ্ট্রপতি মুর্মু সাঁওতাল সম্প্রদায়ের। এর আগে তিনি ঝাড়খন্ড রাজ্যের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন।
গত বৃহস্পতিবার (২১ জুলাই) তিন দফায় গণনা শেষে ৫০ শতাংশের বেশি ভোট পেয়ে ভারতের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হন দ্রৌপদী। ভোটে প্রতিদ্বন্দ্বী যশবন্ত সিনহাকে বিপুল ব্যবধানে হারান তিনি। রাষ্ট্রপতি পদে জয়ের জন্য প্রয়োজন ছিল ৫ লাখ ৪০ হাজার ৯৯৬ ভোট। সেখানে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের প্রার্থী দ্রৌপদী মুর্মু পেয়েছেন ৫ লাখ ৭৭ হাজারের বেশি। সূত্র: হিন্দুস্তান টাইমস

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

আগামীকাল রাষ্ট্রপতি পদে শপথ নেবেন দ্রৌপদী মুর্মু

আপডেট সময় : ১১:৪৩:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৩ জুলাই ২০২২

প্রত্যাশা ডেস্ক : ভারতের প্রথম ক্ষুদ্র নৃ-গোষ্ঠী থেকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া দ্রৌপদী মুর্মু আগামীকাল ২৫ জুলাই শপথ নেবেন বলে জানা গেছে। তার শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি। জানা গেছে, স্থানীয় সময় সকাল ১০টা ১৪ মিনিটে ভারতের রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন দ্রৌপদী মুর্মু। এরপর ১০টা ২৩ মিনিটে নতুন রাষ্ট্রপতি বক্তব্য রাখবেন। দেশটির রাষ্ট্রপতির সচিবালয়ের তরফে শপথগ্রহণ অনুষ্ঠানের এসব কর্মসূচি জানানো হয়েছে।
এর আগে ইতিহাস গড়ে ভারতের পঞ্চদশ রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর দ্রৌপদী মুর্মুকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে করা এক পোস্টে মোদী লিখেন- ‘ইতিহাস রচিত হলো ভারতে। এই জয়ের জন্য তাকে অনেক অভিনন্দন।’
বিজেপি মনোনীত রাষ্ট্রপতি মুর্মু সাঁওতাল সম্প্রদায়ের। এর আগে তিনি ঝাড়খন্ড রাজ্যের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন।
গত বৃহস্পতিবার (২১ জুলাই) তিন দফায় গণনা শেষে ৫০ শতাংশের বেশি ভোট পেয়ে ভারতের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হন দ্রৌপদী। ভোটে প্রতিদ্বন্দ্বী যশবন্ত সিনহাকে বিপুল ব্যবধানে হারান তিনি। রাষ্ট্রপতি পদে জয়ের জন্য প্রয়োজন ছিল ৫ লাখ ৪০ হাজার ৯৯৬ ভোট। সেখানে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের প্রার্থী দ্রৌপদী মুর্মু পেয়েছেন ৫ লাখ ৭৭ হাজারের বেশি। সূত্র: হিন্দুস্তান টাইমস