ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহতের ঘটনায় গ্রেফতার ট্রাকচালক রাজু আহমেদ শিপনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
গতকাল বুধবার বিকালে ময়মনসিংহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. তাজুল ইসলাম রিমান্ড মঞ্জুর করেন। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনুদ্দিন জানান, শিপনকে আদালতে তুলে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়। পরে শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
উল্লেখ্য, গত ১৬ জুলাই দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালে দরিরামপুর সড়কে ট্রাকচাপায় মারা যান রায়মণি গ্রামের জাহাঙ্গীর, তার স্ত্রী রতœা বেগম ও তাদের আড়াই বছরের মেয়ে সন্তান। দুর্ঘটনার সময় আট মাসের অন্তঃসত্ত্বা রতœার গর্ভ থেকে মেয়ে জন্ম নেয়। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। গত সোমবার রাতে ময়মনসিংহ মেডিক্যালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গত ১৮ জুলাই অভিযান চালিয়ে ঢাকার সাভার থেকে ট্রাকচালক রাজু আহমেদ শিপনকে গ্রেফতার করেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
একই পরিবারের ৩ জনকে চাপা দেওয়া ট্রাকচালক রিমান্ডে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ