ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫

রিকশা চালক শিশু!

  • আপডেট সময় : ১১:৪০:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২০ জুলাই ২০২২
  • ১১৭ বার পড়া হয়েছে

সৈয়দ আমিনুল ইসলাম : আমার এক আত্মীয়ের বাসায় যাওয়ার পথে চোখে পড়ে একটি শিশু রিকশা চালাচ্ছে। এগিয়ে গিয়ে তার সঙ্গে কথা বলি। নাম জানতে চাইলে সে একটা একটা হাসি দিয়ে বলে ‘আমার নাম হৃদয়’। তার বয়স ১১ কিংবা ১২। পাঁচ ভাই-বোনের মধ্যে সে চতুর্থ। হৃদয় তার পরিবারের সঙ্গে থাকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার খৈয়াসার এলাকায়। তার বাবা ঝালমুড়ি বিক্রি করেন আর মা গৃহকর্মী হিসেবে অন্যের বাসায় কাজ করেন। বড় একটি পরিবারে মা ও বাবার উপার্জনে সংসার চালানো কষ্ট তাই কাজে নেমেছে সে। এই অল্প বয়সেই রিকশা চালানোর মতো কঠিন একটি কাজ বেছে নিয়েছে। রোজ তার উপার্জন হয় ৪০০ থেকে ৫০০ টাকা। হৃদয় জানায় সে স্কুলে যায় না, শুধু কাজই করে। ঠিক কোন কারণে সে স্কুলে যায় না সেটা জিজ্ঞেস করলে নিরব ছিল সে। প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: ব্রাহ্মণবাড়িয়া।
সৌজন্যে : বিডিনিউজের শিশু সাংবাদিকতা বিষয়ক বিভাগ ‘হ্যালো’।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রিকশা চালক শিশু!

আপডেট সময় : ১১:৪০:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২০ জুলাই ২০২২

সৈয়দ আমিনুল ইসলাম : আমার এক আত্মীয়ের বাসায় যাওয়ার পথে চোখে পড়ে একটি শিশু রিকশা চালাচ্ছে। এগিয়ে গিয়ে তার সঙ্গে কথা বলি। নাম জানতে চাইলে সে একটা একটা হাসি দিয়ে বলে ‘আমার নাম হৃদয়’। তার বয়স ১১ কিংবা ১২। পাঁচ ভাই-বোনের মধ্যে সে চতুর্থ। হৃদয় তার পরিবারের সঙ্গে থাকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার খৈয়াসার এলাকায়। তার বাবা ঝালমুড়ি বিক্রি করেন আর মা গৃহকর্মী হিসেবে অন্যের বাসায় কাজ করেন। বড় একটি পরিবারে মা ও বাবার উপার্জনে সংসার চালানো কষ্ট তাই কাজে নেমেছে সে। এই অল্প বয়সেই রিকশা চালানোর মতো কঠিন একটি কাজ বেছে নিয়েছে। রোজ তার উপার্জন হয় ৪০০ থেকে ৫০০ টাকা। হৃদয় জানায় সে স্কুলে যায় না, শুধু কাজই করে। ঠিক কোন কারণে সে স্কুলে যায় না সেটা জিজ্ঞেস করলে নিরব ছিল সে। প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: ব্রাহ্মণবাড়িয়া।
সৌজন্যে : বিডিনিউজের শিশু সাংবাদিকতা বিষয়ক বিভাগ ‘হ্যালো’।