প্রত্যাশা ডেস্ক : ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিমাদেশগুলো। এরপর পাল্টা পদক্ষেপ হিসেবে ইউরোপে গ্যাসের সরবরাহ কমাতে থাকে রাশিয়া, যা প্রায় বন্ধ হওয়ার পথে। এতে চরম বিপাকে পড়েছে ইউরোপ। এমন পরিস্থিতিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্ক করে জানিয়েছেন, ইউরোপে গ্যাসের সরবরাহ এরকম কমই থাকবে। আর এজন্য পশ্চিমাদেশগুলোই দায়ী বলেও জানান তিনি। গতকাল বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, পুতিনের এমন বিবৃতির কারণে অতিরিক্ত চাপ বেড়েছে ইউরোপীয় ইউনিয়নে। ধারণা করা হচ্ছে, রাশিয়া যদি সম্পূর্ণভাবে গ্যাসের সরবরাহ বন্ধ করে দেয় তাহলে আসন্ন শীতে ইউরোপের জন্য বিপর্যয়কর হবে। তীব্র নেতিবাচক প্রভাব পড়বে অঞ্চলটির অর্থনীতিতে। তাছাড়া গ্যাসের চাহিদা কমানোর পরিকল্পনার কথা জানিয়ে দেশগুলোকে সতর্কও করেছে ইউনিয়নটি। তেহরানে রাশিয়ান সাংবাদিকদের পুতিন বলেন, নর্ড স্ট্রিম লাইন দিয়ে জার্মানিতে গ্যাসের সরবরাহ উল্লেখযোগ্য মাত্রায় কমিয়ে দেওয়া হবে। যদি দ্রুত টারবাইন সংযোজন না করা হয় তাহলে সক্ষমতার এক-পাঁচ শতাংশ সরবারহ কমানো হবে। রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, নর্ড স্ট্রিম-১ দিয়ে পাঁচটি লাইন রয়েছে। এর একাধিক লাইনে সমস্যা দেখা দিয়েছে। রাশিয়ার গ্যাস উত্তলোন ও বিতরণকারী সরকারি কোম্পানি গ্যাজপ্রমের একটি প্রকল্প নর্ড স্ট্রিম এজি পাইপলাইন। এ পাইপলাইনের মাধ্যমে বাল্টিক সাগরের তলদেশ দিয়ে জার্মানিতে গ্যাস সরবরাহ করে রাশিয়া। পরে জার্মানির কাছ থেকে সেই গ্যাস ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে পাঠানো হয়। ২০০৫ সালের ৩০ নভেম্বর থেকে চালু হয় এ প্রকল্প।
ইউরোপে গ্যাসের সরবরাহ কমই থাকবে : পুতিন
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ


























