আন্তর্জাতিক ডেস্ক : মিসরের দক্ষিণাঞ্চলে বাস-ট্রাক সংঘর্ষে ২২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৩ জন। স্থানীয় সময় মঙ্গলবার (১৯ জুলাই) এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ। গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, মিসরের দক্ষিণাঞ্চলীয় মিন্যা প্রদেশে মরুভূমির রাস্তায় পার্কিং করা একটি ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষ হয়। পুলিশ কর্মকর্তারা জানান, বাসটি কায়রো থেকে দক্ষিণাঞ্চলীয় সোহাগ প্রদেশে যাচ্ছিল। দুর্ঘটনার পর মিন্যা প্রদেশের সরকারের পক্ষ থেকে ১০টি অ্যাম্বুলেন্স দুর্ঘটনাস্থলে পাঠানো হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত সপ্তাহেও মিসরে একটি বাস ট্রাকের সংঘর্ষে আটজন নিহত ও ৪২ জন আহত হন।