ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

এ বছর ১৩ বার উৎক্ষেপণ হলো ফ্যালকন ৯

  • আপডেট সময় : ১১:৪১:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২
  • ১০১ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : চলতি বছরে ত্রয়োদশ বারের মতো কোনো একটি ‘ফ্যালকন ৯’ রকেট উৎক্ষেপণ করে সেটির সফল অবতরণ করিয়েছে ইলন মাস্ক নেতৃত্বাধীন স্পেসএক্স।
স্টারলিংক ইন্টারনেটের ৫৩টি স্যাটেলাইট নিয়ে ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে স্পেসএক্স তাদের ফ্যালকন ৯ রকেটটি উৎক্ষেপণ করেছে ১৭ জুলাই, রোববার। ফ্যালকন ৯ রকেটের প্রথম ধাপের ত্রয়োদশ উৎক্ষেপণের পাশাপাশি গত মাসেই নিজেদের কোনো রকেট পুনরায় ব্যবহারের রেকর্ড ভেঙেছে স্পেসএক্স।
মহাকাশ স্টেশনে নভোচারী পাঠানোর পরীক্ষামূলক ‘ডেমো-২’ অভিযান, ‘রাডারসাট’ অভিযান, ‘এসএক্সএম-৭’ স্যাটেলাইট ও নয়টি স্টারলিংক অভিযানে সাহায্য করেছে বুস্টারটি। –অভিযান বিবরণীতে বলেছেন স্পেসএক্স মুখপাত্ররা। প্রযুক্তিবিষয়ক সাইট স্পেস ডটকম বলছে, রকেটের বুস্টারটি সম্ভবত আবার উৎক্ষেপিত হবে। উৎক্ষেপণের নয় মিনিটের কিছু কম সময় পর এটি আটলান্টিক মহাসাগরের ফ্লোরিডা উপকূলে থাকা স্পেসএক্সের ড্রোনশিপে অবতরণ করে। ফ্যালকন ৯ রকেটের উপরের ধাপ থেকে উৎক্ষেপণের সাড়ে ১৫ মিনিট পর নিজ কক্ষপথে পৌঁছায় স্টারলিংকের ৫৩টি স্যাটেলাইট। –এক টুইট বার্তায় জানিয়েছে স্পেসএক্স। কোম্পানিটির অভিযান সম্প্রচারকের তথ্য অনুযায়ী, মহাকাশের কক্ষপথে যাত্রার সময় স্যাটেলাইটকে সুরক্ষা দেওয়া রকেটের ‘ফেয়ারিং হাভস’ রোববার নিজের তৃতীয় ফ্লাইট পরিচালনা করেছে, যা স্পেসএক্সের অভিযানে ব্যবহৃত পুনঃব্যবহারযোগ্য ৫০ তম ‘ফেয়ারিং হাভস’।
রোববারের ফ্লাইটের মাধ্যমে ২০২২ সালে নিজেদের অগ্রযাত্রা অব্যাহত রেখেছে স্পেসএক্স। এ বছরের ৩১ তম ‘ফ্যালকন ৯’ অভিযান ছিল এটি, যা এরইমধ্যে প্রতিষ্ঠানটির ২০২১ সালের উৎক্ষেপণ তালিকাকে ছুঁয়ে ফেলেছে। এখন পর্যন্ত পৃথিবীর নি¤œ কক্ষপথে দুই হাজার আটশরও বেশি স্টারলিংক স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে স্পেসএক্স। ভবিষ্যতে এই উৎক্ষেপণ বাড়ার সম্ভাবনা আছে কারণ এরইমধ্যে ১২ হাজার স্টারলিংক স্যাটেলাইট উৎক্ষেপণের অনুমোদন রয়েছে স্পেসএক্সের কাছে। এ ছাড়া, ৩০ হাজার অতিরিক্ত স্যাটেলাইট উৎক্ষেপণের অনুমোদনের আবেদন করেছে মাস্ক মালিকানাধীন মহাকাশ প্রতিষ্ঠানটি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

এ বছর ১৩ বার উৎক্ষেপণ হলো ফ্যালকন ৯

আপডেট সময় : ১১:৪১:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২

প্রত্যাশা ডেস্ক : চলতি বছরে ত্রয়োদশ বারের মতো কোনো একটি ‘ফ্যালকন ৯’ রকেট উৎক্ষেপণ করে সেটির সফল অবতরণ করিয়েছে ইলন মাস্ক নেতৃত্বাধীন স্পেসএক্স।
স্টারলিংক ইন্টারনেটের ৫৩টি স্যাটেলাইট নিয়ে ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে স্পেসএক্স তাদের ফ্যালকন ৯ রকেটটি উৎক্ষেপণ করেছে ১৭ জুলাই, রোববার। ফ্যালকন ৯ রকেটের প্রথম ধাপের ত্রয়োদশ উৎক্ষেপণের পাশাপাশি গত মাসেই নিজেদের কোনো রকেট পুনরায় ব্যবহারের রেকর্ড ভেঙেছে স্পেসএক্স।
মহাকাশ স্টেশনে নভোচারী পাঠানোর পরীক্ষামূলক ‘ডেমো-২’ অভিযান, ‘রাডারসাট’ অভিযান, ‘এসএক্সএম-৭’ স্যাটেলাইট ও নয়টি স্টারলিংক অভিযানে সাহায্য করেছে বুস্টারটি। –অভিযান বিবরণীতে বলেছেন স্পেসএক্স মুখপাত্ররা। প্রযুক্তিবিষয়ক সাইট স্পেস ডটকম বলছে, রকেটের বুস্টারটি সম্ভবত আবার উৎক্ষেপিত হবে। উৎক্ষেপণের নয় মিনিটের কিছু কম সময় পর এটি আটলান্টিক মহাসাগরের ফ্লোরিডা উপকূলে থাকা স্পেসএক্সের ড্রোনশিপে অবতরণ করে। ফ্যালকন ৯ রকেটের উপরের ধাপ থেকে উৎক্ষেপণের সাড়ে ১৫ মিনিট পর নিজ কক্ষপথে পৌঁছায় স্টারলিংকের ৫৩টি স্যাটেলাইট। –এক টুইট বার্তায় জানিয়েছে স্পেসএক্স। কোম্পানিটির অভিযান সম্প্রচারকের তথ্য অনুযায়ী, মহাকাশের কক্ষপথে যাত্রার সময় স্যাটেলাইটকে সুরক্ষা দেওয়া রকেটের ‘ফেয়ারিং হাভস’ রোববার নিজের তৃতীয় ফ্লাইট পরিচালনা করেছে, যা স্পেসএক্সের অভিযানে ব্যবহৃত পুনঃব্যবহারযোগ্য ৫০ তম ‘ফেয়ারিং হাভস’।
রোববারের ফ্লাইটের মাধ্যমে ২০২২ সালে নিজেদের অগ্রযাত্রা অব্যাহত রেখেছে স্পেসএক্স। এ বছরের ৩১ তম ‘ফ্যালকন ৯’ অভিযান ছিল এটি, যা এরইমধ্যে প্রতিষ্ঠানটির ২০২১ সালের উৎক্ষেপণ তালিকাকে ছুঁয়ে ফেলেছে। এখন পর্যন্ত পৃথিবীর নি¤œ কক্ষপথে দুই হাজার আটশরও বেশি স্টারলিংক স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে স্পেসএক্স। ভবিষ্যতে এই উৎক্ষেপণ বাড়ার সম্ভাবনা আছে কারণ এরইমধ্যে ১২ হাজার স্টারলিংক স্যাটেলাইট উৎক্ষেপণের অনুমোদন রয়েছে স্পেসএক্সের কাছে। এ ছাড়া, ৩০ হাজার অতিরিক্ত স্যাটেলাইট উৎক্ষেপণের অনুমোদনের আবেদন করেছে মাস্ক মালিকানাধীন মহাকাশ প্রতিষ্ঠানটি।