ক্যাম্পাস ও ক্যারিয়ার ডেস্ক : দেশে সরকারি-বেসরকারি তিন বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির ঘটনার বিচার চেয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) স্মারকলিপি দিয়েছে মহিলা পরিষদ। রোববার সংগঠনটির ৮ সদস্যের প্রতিনিধি দল ইউজিসির চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) ড. দিল আফরোজা বেগমের কাছে স্মারকলিপি দেন। স্মারকলিপিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের একজন শিক্ষক, আশা ইউনিভার্সিটির রেজিস্ট্রার এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের একজন শিক্ষার্থীর বিরুদ্ধে তোলা অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এর পাশাপাশি হয়রানি-হেনস্থার শিকার নারী শিক্ষক ও ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি রেখেছে মহিলা পরিষদ। মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু বলেছেন, “ইউজিসি চেয়ারম্যান ড. দিল আফরোজা বেগম এসব ঘটনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও মনিটরিংয়ের আশ্বাস দিয়েছেন।“ স্মারকলিপিতে বিশ্ববিদ্যালয়ে যৌন নির্যাতনমুক্ত পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি ছাত্রীদের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এবং এসব ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে ইউজিসিকে ‘বিশেষ উদ্যোগী ভূমিকা’ নিতে অনুরোধ করেছে মহিলা পরিষদ। ইউজিসিতে যাওয়া প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের সভাপতি ফওজিয়া মোসলেম, সাধারণ সম্পাদক মালেকা বানু, যুগ্ম-সাধারণ সম্পাদক সীমা মোসলেম ও মাসুদা রেহানা বেগম, লিগ্যাল এইড সম্পাদক রেখা সাহা, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক খুরশিদা ইমাম, পরিচালক লিগ্যাল অ্যাডভোকেসি এন্ড লবি (ভারপ্রাপ্ত) দীপ্তি সিকদার এবং রাম লাল রাহা।
যৌন হয়রানি: বিচার চেয়ে ইউজিসিতে মহিলা পরিষদ
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ


























