ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬

দোনেৎস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিল উত্তর কোরিয়া

  • আপডেট সময় : ০২:৩৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২
  • ১৪৮ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : ইউক্রেনের দোনেৎস্ক পিপলস রিপাবলিক (ডিপিআর) ও লুহানস্ক পিপলস রিপাবলিক (এলপিআর) দুটি অঞ্চলকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে রাশিয়ার মিত্র দেশ উত্তর কোরিয়া। এ স্বীকৃতির মাধ্যমে ইউক্রেনের সার্বভৌমত্বকে অবমূল্যায়ন করা হয়েছে বলে পাল্টা প্রতিক্রিয়ায় জানিয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা। এক প্রতিবেদনে রুশ সংবাদমাধ্যম তাস এ তথ্য জানিয়েছে। রাশিয়া ও সিরিয়ার পর উত্তর কোরিয়া তৃতীয় দেশ হিসেবে দোনেৎস্ক ও লুহানস্ককে স্বীকৃতি দিয়েছে। সামাজিকমাধ্যম টেলিগ্রামে দোনেৎস্ক অঞ্চলের নেতা ডেনিশ পুশিলিন বলেন, গতকাল বুধবার দ্য ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়া দোনেৎস্ক পিপলস রিপাবলিক ও লুহানস্ক পিপলস রিপাবলিককে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে। বৈশ্বিক পরিসরে দোনেৎস্ক পিপলস রিপাবলিকের অবস্থান এবং রাষ্ট্রীয়তা আরও শক্তিশালী হচ্ছে। এটি আমাদের জন্য আরও একটি কূটনৈতিক বিজয়। দোনেৎস্ককে স্বীকৃতির জন্য উত্তর কোরিয়াকে ধন্যবাদ জানানোর পাশাপাশি ওই নেতা আরও বলেন, এ রাজনৈতিক সিদ্ধান্ত ভবিষ্যতে অর্থনৈতিক সম্পর্কের উন্নয়নের ভিত্তি তৈরি করবে। দ্বিপক্ষীয় অংশীদারিত্ব আমাদের কোম্পানিগুলোর জন্য তাদের বাণিজ্য সম্প্রসারণ করা সম্ভব করবে। আমি সক্রিয় ও কার্যকর সহযোগিতার জন্য অপেক্ষা করছি। চলতি বছরের ২১ ফেব্রুয়ারি দোনেৎস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর ২২ ফেব্রুয়ারি দেশ দুটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে রাশিয়া। ওই দুই অঞ্চলে সার্বভৌমত্ব ও সেখানে বসবাসরত রুশ নাগরিকদের ‘গণহত্যা’ থেকে রক্ষায় গত ২৪ ফেব্রুয়ারি সামরিক অভিযান শুরুর ঘোষণা দেন পুতিন। তখন পুতিনের দাবিকে উড়িয়ে দিয়েছিল পশ্চিমা বিশ্ব। তাদের মতে, ইউক্রেনে সামরিক অভিযান শুরুর অজুহাত হিসেবে পুতিন ওই অঞ্চল দুটিকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছেন। ২০১৪ সাল থেকেই ওই দুটি অঞ্চলের বিদ্রোহী গোষ্ঠীকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে রাশিয়া। তখনও ওই দুটি অঞ্চলে রাশিয়ার কর্মকা-ের সমর্থন দিয়েছিল উত্তর কোরিয়া

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

দোনেৎস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিল উত্তর কোরিয়া

আপডেট সময় : ০২:৩৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২

প্রত্যাশা ডেস্ক : ইউক্রেনের দোনেৎস্ক পিপলস রিপাবলিক (ডিপিআর) ও লুহানস্ক পিপলস রিপাবলিক (এলপিআর) দুটি অঞ্চলকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে রাশিয়ার মিত্র দেশ উত্তর কোরিয়া। এ স্বীকৃতির মাধ্যমে ইউক্রেনের সার্বভৌমত্বকে অবমূল্যায়ন করা হয়েছে বলে পাল্টা প্রতিক্রিয়ায় জানিয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা। এক প্রতিবেদনে রুশ সংবাদমাধ্যম তাস এ তথ্য জানিয়েছে। রাশিয়া ও সিরিয়ার পর উত্তর কোরিয়া তৃতীয় দেশ হিসেবে দোনেৎস্ক ও লুহানস্ককে স্বীকৃতি দিয়েছে। সামাজিকমাধ্যম টেলিগ্রামে দোনেৎস্ক অঞ্চলের নেতা ডেনিশ পুশিলিন বলেন, গতকাল বুধবার দ্য ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়া দোনেৎস্ক পিপলস রিপাবলিক ও লুহানস্ক পিপলস রিপাবলিককে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে। বৈশ্বিক পরিসরে দোনেৎস্ক পিপলস রিপাবলিকের অবস্থান এবং রাষ্ট্রীয়তা আরও শক্তিশালী হচ্ছে। এটি আমাদের জন্য আরও একটি কূটনৈতিক বিজয়। দোনেৎস্ককে স্বীকৃতির জন্য উত্তর কোরিয়াকে ধন্যবাদ জানানোর পাশাপাশি ওই নেতা আরও বলেন, এ রাজনৈতিক সিদ্ধান্ত ভবিষ্যতে অর্থনৈতিক সম্পর্কের উন্নয়নের ভিত্তি তৈরি করবে। দ্বিপক্ষীয় অংশীদারিত্ব আমাদের কোম্পানিগুলোর জন্য তাদের বাণিজ্য সম্প্রসারণ করা সম্ভব করবে। আমি সক্রিয় ও কার্যকর সহযোগিতার জন্য অপেক্ষা করছি। চলতি বছরের ২১ ফেব্রুয়ারি দোনেৎস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর ২২ ফেব্রুয়ারি দেশ দুটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে রাশিয়া। ওই দুই অঞ্চলে সার্বভৌমত্ব ও সেখানে বসবাসরত রুশ নাগরিকদের ‘গণহত্যা’ থেকে রক্ষায় গত ২৪ ফেব্রুয়ারি সামরিক অভিযান শুরুর ঘোষণা দেন পুতিন। তখন পুতিনের দাবিকে উড়িয়ে দিয়েছিল পশ্চিমা বিশ্ব। তাদের মতে, ইউক্রেনে সামরিক অভিযান শুরুর অজুহাত হিসেবে পুতিন ওই অঞ্চল দুটিকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছেন। ২০১৪ সাল থেকেই ওই দুটি অঞ্চলের বিদ্রোহী গোষ্ঠীকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে রাশিয়া। তখনও ওই দুটি অঞ্চলে রাশিয়ার কর্মকা-ের সমর্থন দিয়েছিল উত্তর কোরিয়া