ঢাকা ০৪:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

এক চার্জে ৩০ ঘণ্টা চলবে হেডফোন

  • আপডেট সময় : ১১:২৮:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২
  • ১২২ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক : ভারতীয় বাজারে এলো তাদের দেশীয় ইলেক্ট্রনিক ব্র্যান্ড পোর্টোনিক্সের নতুন হেডফোন। যার নাম পোর্টোনিক্স মাফস এ (চড়ৎঃৎড়হরপং গঁভভং অ)। কেবলের মাধ্যমে গেমাররা সরাসরি একে স্মার্টফোন, ল্যাপটপ কিংবা ট্যাবলেটের সঙ্গে যুক্ত করে জিরো ল্যাটেন্সিতে গেমের মজা নিতে পারবেন। একবার চার্জে এটি ৩০ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম হবে বলে দাবি সংস্থার। পোর্টোনিক্স মাফস এ হেডফোনটি মেমোরি ফোম বেসড। যা অত্যন্ত নরম এবং স্কিন ফ্রেন্ডলি কুশানের সঙ্গে এসেছে। এছাড়া এর এরগণমিক ফ্লুইড ডিজাইন ব্যবহারকারীকে স্বাচ্ছন্দ্য প্রদান করবে। ফলে দীর্ঘক্ষণ এটি পরে থাকলেও কোনো অসুবিধা হবে না। এমনকি এই এরগণমিক ডিজাইনের জন্য সাউন্ড আইসোলেশন পদ্ধতি খুব ভালোভাবে কাজ করতে পারবে এবং ব্যবহারকারী শান্তিতে মিউজিক শুনতে পারবেন কিংবা মুভি দেখতে পারবেন। শুধু তাই নয়, ভয়েস অথবা ভিডিও কল করার সময় বাইরের অবাঞ্চিত আওয়াজ আটকাবে।
অন্যদিকে, গভীর এবং শক্তিশালী বেস সরবরাহ করার জন্য ইয়ারফোনটিতে ব্যবহৃত হয়েছে ৪০ এমএম ড্রাইভার। তাছাড়া এর কানেক্টিভিটি অপশনে শামিল রয়েছে ব্লুটুথ ৫.২ ভার্সন। পাওয়ার ব্যাকআপের জন্য মাফস এ হেডফোনে দেওয়া হয়েছে ৫২০ এমএএইচ লিথিয়াম-আয়ন ব্যাটারি, যা ৫৫ মিনিটের মধ্যেই পুরোপুরি চার্জ হয়ে যাবে এবং একবার চার্জে ৩০ ঘণ্টা পর্যন্ত প্লেব্যাক টাইম অফার করতে পারবে। এছাড়া ইউএসবি সি টাইপ চার্জিং পোর্টের মাধ্যমে একে চার্জ দেওয়া সম্ভব। হেডফোনটি অডিও কেবলের মাধ্যমে স্মার্টফোন, ট্যাবলেট কিংবা ল্যাপটপের সঙ্গে সরাসরি যুক্ত করা যাবে। যা গেমারদের জন্য উপযুক্ত। কারণ এটি ব্যবহার করলে দুর্দান্ত অডিও সিঙ্ক করার জন্য জিরো ল্যাটেন্সি অফার করা অসম্ভব। সর্বোপরি, জল, ঘাম এবং ধুলো থেকে সুরক্ষা দিতে ইয়ারফোনটি ওচঢ৫ রেটিংসহ এসেছে। তাই ব্যবহারকারী যে কোনো ঘাম ঝরানো ওয়ার্কআউট করার সময় কিংবা বৃষ্টির মধ্যে ইয়ারফোনটিকে অনায়াসেই ব্যবহার করতে পারবেন। ভারতীয় বাজারে পোর্টোনিক্স মাফস এ হেডফোনের দাম ধার্য করা হয়েছে ১ হাজার ৯৯৯ টাকা। ব্লু, রেড, ব্ল্যাক কালার অপশনে ক্রেতাদের কাছে উপলব্ধ নতুন এই হেডফোন। সংস্থার নিজস্ব ওয়েবসাইট ছাড়াও ই-কমার্স সাইট আমাজন এবং অন্যান্য অনলাইন ও অফলাইন স্টোরে কিনতে পাওয়া যাচ্ছে এটি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

এক চার্জে ৩০ ঘণ্টা চলবে হেডফোন

আপডেট সময় : ১১:২৮:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২

প্রযুক্তি ডেস্ক : ভারতীয় বাজারে এলো তাদের দেশীয় ইলেক্ট্রনিক ব্র্যান্ড পোর্টোনিক্সের নতুন হেডফোন। যার নাম পোর্টোনিক্স মাফস এ (চড়ৎঃৎড়হরপং গঁভভং অ)। কেবলের মাধ্যমে গেমাররা সরাসরি একে স্মার্টফোন, ল্যাপটপ কিংবা ট্যাবলেটের সঙ্গে যুক্ত করে জিরো ল্যাটেন্সিতে গেমের মজা নিতে পারবেন। একবার চার্জে এটি ৩০ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম হবে বলে দাবি সংস্থার। পোর্টোনিক্স মাফস এ হেডফোনটি মেমোরি ফোম বেসড। যা অত্যন্ত নরম এবং স্কিন ফ্রেন্ডলি কুশানের সঙ্গে এসেছে। এছাড়া এর এরগণমিক ফ্লুইড ডিজাইন ব্যবহারকারীকে স্বাচ্ছন্দ্য প্রদান করবে। ফলে দীর্ঘক্ষণ এটি পরে থাকলেও কোনো অসুবিধা হবে না। এমনকি এই এরগণমিক ডিজাইনের জন্য সাউন্ড আইসোলেশন পদ্ধতি খুব ভালোভাবে কাজ করতে পারবে এবং ব্যবহারকারী শান্তিতে মিউজিক শুনতে পারবেন কিংবা মুভি দেখতে পারবেন। শুধু তাই নয়, ভয়েস অথবা ভিডিও কল করার সময় বাইরের অবাঞ্চিত আওয়াজ আটকাবে।
অন্যদিকে, গভীর এবং শক্তিশালী বেস সরবরাহ করার জন্য ইয়ারফোনটিতে ব্যবহৃত হয়েছে ৪০ এমএম ড্রাইভার। তাছাড়া এর কানেক্টিভিটি অপশনে শামিল রয়েছে ব্লুটুথ ৫.২ ভার্সন। পাওয়ার ব্যাকআপের জন্য মাফস এ হেডফোনে দেওয়া হয়েছে ৫২০ এমএএইচ লিথিয়াম-আয়ন ব্যাটারি, যা ৫৫ মিনিটের মধ্যেই পুরোপুরি চার্জ হয়ে যাবে এবং একবার চার্জে ৩০ ঘণ্টা পর্যন্ত প্লেব্যাক টাইম অফার করতে পারবে। এছাড়া ইউএসবি সি টাইপ চার্জিং পোর্টের মাধ্যমে একে চার্জ দেওয়া সম্ভব। হেডফোনটি অডিও কেবলের মাধ্যমে স্মার্টফোন, ট্যাবলেট কিংবা ল্যাপটপের সঙ্গে সরাসরি যুক্ত করা যাবে। যা গেমারদের জন্য উপযুক্ত। কারণ এটি ব্যবহার করলে দুর্দান্ত অডিও সিঙ্ক করার জন্য জিরো ল্যাটেন্সি অফার করা অসম্ভব। সর্বোপরি, জল, ঘাম এবং ধুলো থেকে সুরক্ষা দিতে ইয়ারফোনটি ওচঢ৫ রেটিংসহ এসেছে। তাই ব্যবহারকারী যে কোনো ঘাম ঝরানো ওয়ার্কআউট করার সময় কিংবা বৃষ্টির মধ্যে ইয়ারফোনটিকে অনায়াসেই ব্যবহার করতে পারবেন। ভারতীয় বাজারে পোর্টোনিক্স মাফস এ হেডফোনের দাম ধার্য করা হয়েছে ১ হাজার ৯৯৯ টাকা। ব্লু, রেড, ব্ল্যাক কালার অপশনে ক্রেতাদের কাছে উপলব্ধ নতুন এই হেডফোন। সংস্থার নিজস্ব ওয়েবসাইট ছাড়াও ই-কমার্স সাইট আমাজন এবং অন্যান্য অনলাইন ও অফলাইন স্টোরে কিনতে পাওয়া যাচ্ছে এটি।