আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের সেনাবাহিনী কর্তৃক জব্দ করা রাশিয়ার সামরিক সরঞ্জামের প্রদর্শনী আয়োজন করা হয়েছে চেক রিপাবলিকের রাজধানী প্রাগে। এতে রুশ সেনাবাহিনীর বিধ্বস্ত টি-৯০ ট্যাংক, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, এমএসটিএ হাউইটজারসহ বেশ কিছু অস্ত্র প্রদর্শন করা হচ্ছে। প্রাগ প্রাসাদ থেকে অল্প দূরত্বে একটি উন্মুক্ত স্থানে এই প্রদর্শনী আয়োজন করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে। ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ডেনিস মনাস্তিরিস্কি প্রদর্শনী চালু করার বিবিসিকে এক ইমেইল বার্তায় বলেছেন, মিত্র দেশগুলোর সমর্থন আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এই প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে। রাশিয়ার প্রোপাগান্ডা হলো মানুষকে আতঙ্কিত করা, তাদের ট্যাংক প্রাগ, বার্লিন বা প্যারিস পৌঁছাতে পারে। কিন্তু ইউক্রেন দেখিয়ে দিয়েছে তারা শুধু আছড় কাটতে পারবে। প্রদর্শনীটি আয়োজন করেছে ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে নিষ্ক্রিয় করা বেশ কিছু রকেট ও শেল রাখা হয়েছে। ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার আক্রমণ শুরুর পর এগুলো দিয়ে ইউক্রেনীয় শহরে হামলা চালানো হয়েছে। প্রাগে ইউক্রেনীয় দূতাবাসের নারী মুখপাত্র তেতিয়ানা ওকোপনা বলেন, এই প্রদর্শনীর মাধ্যমে আমরা আরেকবার দেখাতে চাই রুশ আগ্রাসন কী আতঙ্ক নিয়ে এসেছে ইউক্রেনে। কিন্তু একই সঙ্গে আমরা দেখাতে চাইছি কীভাবে চেক অস্ত্র ব্যবহার করা হচ্ছে। তিনি জানান, পোল্যান্ড, জার্মানি ও নেদারল্যান্ডসেও এমন প্রদর্শনী আয়োজনের কথা ভাবা হচ্ছে।


























