আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার দখলে থাকার নোভা কাখোভকা শহরে হামলা চালিয়েছে ইউক্রেন সেনারা। এতে ছয়জন নিহত হয়েছেন বলে জানিয়েছে রাশিয়ান গণমাধ্যম তাস। রাশিয়া-সমর্থিত আঞ্চলিক প্রশাসনের নেতা, ভ্লাদিমির লিওন্তিয়েভের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ। এখনও ধ্বংসস্তূপের নিচে অনেক মানুষ রয়েছে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু অনেক লোক তাদের অ্যাপার্টমেন্ট ও বাড়িতে অবরুদ্ধ রয়েছে বলেও জানান তিনি।। এদিকে, ইউক্রেনের কর্মকর্তারা বলছেন, তাদের বাহিনী নোভা কাখোভকায় একটি গোলাবারুদ ডিপো ধ্বংস করেছে। ওদেশা প্রশাসনের মুখপাত্র সের্হি ব্রাচুক তার টেলিগ্রাম চ্যানেলে বিষয়টি নিশ্চিত করেছেন। সূত্র: আল-জাজিরা
রুশ নিয়ন্ত্রিত অঞ্চলে ইউক্রেনের হামলা, নিহত ৬
জনপ্রিয় সংবাদ


























